Logo
Logo
×

খেলা

আগ্রাসী মাসুদকে থামালেন মিরাজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ০২:০৬ পিএম

আগ্রাসী মাসুদকে থামালেন মিরাজ

ছবি: সংগৃহীত

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দিয়েছিলেন তাসকিন আহমেদ। তবে সেই শুরুটা পরে ধরে রাখা যায়নি। পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ব্যাট হাতে চড়াও হন বাংলাদেশি বোলারদের ওপর। অনেকটা ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে দ্রুত রান তুলতে থাকেন তিনি। তাতে বেশ চাপেই পড়ে যায় বাংলাদেশ। সেই চাপ অবশেষে কাটিয়েছেন মেহেদী হাসান মিরাজ। পাকিস্তান অধিনায়ককে সাজঘরের পথ ধরিয়েছেন তিনি।

শূন্য রানে প্রথম উইকেট হারানো পাকিস্তান ১০৭ রানে এসে দ্বিতীয় উইকেট হারায়। লাঞ্চ বিরতি থেকে ফিরে পাকিস্তান অধিনায়ক সাজঘরের পথ ধরেন ৬৯ বলে ৫৭ রানে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১২০ রান। উইকেটে আছেন ফিফটি হাঁকানো সাঈম আইয়ুব ও বাবর আজম। দু’জনেই দলকে টানছেন বড় লক্ষ্যের পথে।

এর আগে, প্রথম দিনের খেলা বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর সকালের শুরুতেই বল হাতে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন ১৪ মাস পর টেস্ট খেলতে নামা তাসকিন। তার দারুণ এক ডেলিভারিতে প্রথম ওভারের শেষ বলে স্টাম্প ভাঙে পাকিস্তান ওপেনার আব্দুল্লাহ শফিকের। শূন্য রানেই প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ।

সিরিজ নিশ্চিতের ম্যাচে বাংলাদেশের একাদশে থেকে ছিটকে গেছেন পেসার শরিফুল ইসলাম। কুঁচকিতে ব্যথা পেয়েছেন শরিফুল। তার জায়গায় একাদশে সুযোগ পান তাসকিন আহমেদ। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম