৫ মেন্টরকে ৫০ লাখ করে দিচ্ছে পিসিবি, ক্ষুব্ধ তানভীর-শেহজাদ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ০১:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে ঘরোয়া ক্রিকেটের ব্যবধান কমিয়ে আনার লক্ষ্যে চ্যাম্পিয়নস কাপ নামে নতুন একটি প্রতিযোগিতা চালুর ঘোষণা দিয়েছে পিসিবি। বিশ্বকাপ সামনে রেখে হওয়া ওয়ানডে ও টি-টোয়েন্টিতে হবে এই আসর। যেখানে অংশ নেবে ৫টি দল। যেই দলগুলোর মেন্টর হিসেবে থাকবেন মিসবাহ-উল-হক, সাকলাইন মুশতাক, সরফরাজ আহমেদ, শোয়েব মালিক এবং ওয়াকার ইউনিস। যাদের সম্মানী হিসেবে ৫০ লাখ রুপি করে দেবে পিসিবি।
পিসিবির এমন ঘোষণার পর ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক পেসার তানভীর আহমেদ ও এক সময়ের তারকা ব্যাটার আহমেদ শেহজাদ। এই প্রতিযোগিতা থেকে এরইমধ্যে নিজেকে সরিয়ে নিয়েছেন শেহজাদ। পিসিবির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ এনে ক্রিকেটারদের প্রতি অবিচার করা হচ্ছে বলেও জানান তিনি।
এ বিষয়ে শেহজাদ এক্সে লিখেছেন, ‘দুঃখভারাক্রান্ত হৃদয়ে, আমি ঘরোয়া ক্রিকেট চ্যাম্পিয়ন্স কাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছি। পিসিবির পক্ষপাতিত্ব, মিথ্যা প্রতিশ্রুতি এবং দেশীয় খেলোয়াড়দের প্রতি অবিচার অগ্রহণযোগ্য।’
ঘরোয়া খেলোয়াড়দের প্রকৃত চাহিদা উপেক্ষা করে মেন্টরদের অধিক টাকা দেওয়ায় পিসিবি সম্পদ নষ্ট করছে বলেও অভিযোগ তুলেন শেহজাদ। বলেন, ‘এমন একটি সময়ে এটি হয়েছে। যখন পাকিস্তান মুদ্রাস্ফীতি, দারিদ্র্য এবং ব্যাপক বিদ্যুৎ বিলের সঙ্গে লড়াই করছে। পিসিবি বর্তমান দলের ব্যর্থ খেলোয়াড়দের পুরস্কৃত করার জন্য পরামর্শদাতাদের পেছনে ৫ মিলিয়ন রুপি নষ্ট করছে। যারা কিনা পাকিস্তান ক্রিকেটকে সর্বকালের নিম্ন পর্যায়ে নিয়ে এসেছে। আরও অসম্মানজনক যে পিসিবি দাবি করে, তাদের কাছে ‘অস্ত্রোপচারের সরঞ্জাম’ নেই। যা কিনা ঘরোয়া ক্রিকেটারদের জন্য বড় অসম্মান। আমি এমন একটি সিস্টেমকে সমর্থন করতে পারি না।’
এদিকে তানভীর আহমেদ এক্সে লিখেছেন, মিসবাহ-উল-হক, সাকলাইন মুশতাক, সরফরাজ আহমেদ, শোয়েব মালিক এবং ওয়াকার ইউনিস; পরামর্শদাতা হিসাবে ৫০ লাখ পাচ্ছেন। আপনি কি মনে করেন তাদের সেই স্তর আছে।’
উল্লেখ্য, চ্যাম্পিয়নস ওয়ান-ডে কাপ, পিসিবি ঘরোয়া ক্রিকেট সিজন ২০২৪-২৫ এর একটি গুরুত্বপূর্ণ অংশ। যা আগামী ১২ থেকে ২৯ সেপ্টেম্বর ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে পাঁচটি দল অংশ নেবে- ডলফিনস, লায়নস, প্যান্থারস, স্ট্যালিয়নস এবং উলভস।