Logo
Logo
×

খেলা

‘বাবরের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ০৪:০৮ পিএম

‘বাবরের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ’

ছবি: সংগৃহীত

ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না বাবর আজমের। সবশেষ রাওয়ালপিন্ডি টেস্টেও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি বাবর। প্রথম ইনিংসে শূন্য রানে সাজঘরে ফেরার পর দ্বিতীয় ইনিংসে করেছেন ২২ রান। তার এমন ব্যাটিংয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে সমালোচনার ঝড়। এমন পরিস্থিতিতে তাই বাবরকে সামাজিকমাধ্যম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার রমিজ রাজা।

সাম্প্রতিক পরিস্থিতিতে নিজের ইউটিউব চ্যানেলে বাবরকে পরামর্শ দিয়েছেন সাবেক পিসিবিপ্রধান রমিজ রাজা। তিনি বলেন, ‘মনে হচ্ছে— বাবর ছাড়া পুরো জাতির আর কোথাও সমস্যা নেই। দুর্ভাগ্যজনকভাবে ব্যাপারটা এমন হয়ে গেছে যে, দল হেরেছে, আপনিও রান পাননি আর আপনি মানুষটি বাবর আজম—তাহলেই শিরোনাম হয়ে যায় ‘‘আমরা কীভাবে হারলাম? সে কী করল? তার অবদান কী?’’ এর সঙ্গে আছে সামাজিক যোগাযোগমাধ্যম। এখানে যে কেউ-ই সমালোচনা করতে পারেন, হাসাহাসি করতে পারেন। এগুলো যতটা সম্ভব নিরুৎসাহিত করতে হবে।’

বাবরকে পাকিস্তানের সেরা ব্যাটসম্যান হিসেবে উল্লেখ্য করে রমিজ বলেন, ‘ক্রিকেট আমাদের রক্তে মিশে আছে। জানি না, টেস্ট ক্রিকেটে এভাবে কত দিন হারতে হবে। একটা দলের ভক্ত–সমর্থক বাড়ে জয়ের মাধ্যমে। কারণ সমর্থকরা সফল গল্পের অংশ হতে চান। বাবরের সাফল্যের গল্প আছে। এতে কোনো সন্দেহ নেই যে, তিন সংস্করণেই সে বড়মাপের খেলোয়াড়।’

কঠিন পরিস্থিতিতে বাবরকে ঘুরে দাঁড়ানোর পরামর্শ দিয়ে রমিজ বলেন, ‘প্রথমত সামাজিক যোগাযোগমাধ্যম এড়িয়ে চলতে হবে। দ্বিতীয়ত বর্তমানে মনোযোগ রাখতে হবে। রান না পেলে তখন এটা মানসিক খেলায় পরিণত হয় এবং অন্য ভাবনা শুরু হয়। বাবরের চেহারায় উদ্বেগ ফুটেও উঠেছে। সে ব্যাপক চেষ্টা করে যাচ্ছে। সুতরাং হতাশাও কাজ করছে। গুরুত্বপূর্ণ হচ্ছে, সে কীভাবে ব্যাটিং করছে।’

রমিজ আরও বলেন, ‘ক্রিজে বেশি সময় কাটাতে পারছ না বলে মনোযোগ সরে যাচ্ছে। যদি পা সামনে নিয়ে খেলতে চাও, ওভাবেই খেল। যদি পা পেছনে নিয়ে খেলতে চাও, তাহলে ক্রিজ ব্যবহার করো। অনুশীলনে হুক আর পুল শট চর্চা করো। তা হলেই বলে মনোযোগ বাড়াতে পারবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম