Logo
Logo
×

খেলা

আফ্রিদিকে বাদ দেওয়ায় পিসিবিকে ধুয়ে দিলেন শেহজাদ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ০১:২১ পিএম

আফ্রিদিকে বাদ দেওয়ায় পিসিবিকে ধুয়ে দিলেন শেহজাদ

ছবি: সংগৃহীত

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এমন হারের পর দ্বিতীয় টেস্টের জন্য ঘোষিত ১২ সদস্যের দল থেকে বাদ পড়েছেন দলের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি। যা কোনোভাবেই মানতে পারছেন না দেশটির এক সময়ের তারকা ক্রিকেটার আহমেদ শেহজাদ। আফ্রিদিকে বাদ দেওয়ায় পিসিবিকে ধুয়ে দিয়েছেন তিনি।

প্রথম টেস্টে ৩০ ওভার হাত ঘুরিয়ে ৮৮ রান খরচায় ২ উইকেট পেয়েছেন আফ্রিদি। সেই অর্থে নিচের নামের সুবিচার করতে না পারলেও তাকে স্কোয়াড থেকে সরিয়ে ফেলা উচিত হয়নি বলে মনে করেন শেহজাদ। তার মতে পাকিস্তানের সাম্প্রতিক ব্যর্থতায় এটি সমাধান নয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেহজাদ লিখেছেন, ‘আপনি জিম্বাবুয়ের কাছে হেরেছেন; আপনি আয়ারল্যান্ডের কাছে হেরেছেন; আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হেরেছেন; ভারতের কাছে হেরেছেন; এখন বাংলাদেশের কাছে হেরেছেন। এসবের জন্য কি শুধু শাহীন আফ্রিদি দায়ী? ’

শেহজাদ আরও বলেন, ‘শাহীন আফ্রিদি এই সবের জন্য এককভাবে দায়ী হবে না। সুতরাং, যারা এই সবের সাথে জড়িত ছিল তাদের সবাইকে নিয়ে আসুন। এই দেশকে বলুন। তাই এসবের জন্য শাহীন আফ্রিদিকে দায়ী করা ভুল। হ্যাঁ, তার পারফরম্যান্স কম, তার মনোভাব সমস্যাযুক্ত, আপনি তাকে বাদ দিয়েছেন, এটি একটি ভাল জিনিস। কিন্তু এ সবের সঙ্গে জড়িত বাকিদের কী হবে? বাকিদের পারফরম্যান্সের কী হবে?’

বেশ কয়েকজন ক্রিকেটারের পারফরম্যান্স নিয়ে সমালোচনা করে শেহজাদ বলেন, ‘শেষ ৮ টেস্টে আবদুল্লাহ শফিকের পারফরম্যান্সের কী হবে? ২৫ ম্যাচের পর সাইম আইয়ুবের পারফরম্যান্স সম্পর্কে মূল্যায়ন কী? শেষ ১৪ টেস্ট ম্যাচে বাবর আজমের পারফরম্যান্স সম্পর্কে কী বলবেন? তাই শুধু তাদের বাদ দিলে কোনো অস্ত্রোপচার হবে না; পাকিস্তানের কোনো দল সঠিক পথে থাকবে না। সেখানে কিছু সিদ্ধান্ত নিতে হবে। এবং যারা এই সবের সাথে জড়িত, যাদের পারফরম্যান্স কম, তাদেরও জবাবদিহি করতে হবে।’

দেশের ক্রিকেট ব্যবস্থাকে এগিয়ে নিতে ব্যক্তিগত দোষারোপের চেয়ে সম্মিলিত দায়িত্বকে অগ্রাধিকার দিতে হবে বলে জানিয়ে শেহজাদ বলেন, ‘ক্রিকেট ও দেশের চেয়ে বড় কেউ নয়। দেশ সব কিছুর ঊর্ধ্বে। ব্যক্তিগত মাইলস্টোনের পিছনে যেই লুকিয়ে থাকুক না কেন, যেই বোর্ড কিনুক না কেন, যে যত টাকা বিনিয়োগ করুক না কেন, আমরা সবকিছু জানি। আর যারা পিসিবিতে দায়িত্ব সামলাচ্ছেন, তারাও সব জানেন। তাই, এখন সময় এসেছে শুধু একজন নয়, আপনি যদি সত্যিই সঠিক পথে যেতে চান, তবে আপনাকে তাদের সবাইকে নজরদারিতে আনতে হবে। তা না হলে এটি কাজ করবে না।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম