Logo
Logo
×

খেলা

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দল ঘোষণা, নেই আফ্রিদি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ০৭:১৫ পিএম

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দল ঘোষণা, নেই আফ্রিদি

দুই যুগের মাথায় প্রথমবার পাকিস্তানের মাটিতে টেস্ট ম্যাচ জিতেছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ১০ উইকেটে ধরাশায়ী হয় পাকিস্তান। তবে একই মাঠে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ঘুরে দাঁড়াতে চায় শান মাসুদের দল। 

রাওয়ালপিন্ডিতে শুক্রবার (৩০ আগস্ট) সকাল ১০টায় মাঠে গড়াবে ম্যাচটি।

এ ম্যাচ উপলক্ষ্যে এরই মধ্যে ১২ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে পরিবর্তনও এনেছে স্বাগতিকরা। 

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দলে নেই অন্যতম পেসার শাহিন শাহ আফ্রিদি। প্রথম টেস্টের সময়ই বাবা হয়েছিলেন বাঁহাতি এ পেসার। যে কারণে দ্বিতীয় টেস্টে তিনি খেলবেন না বলেই জানিয়েছিলেন। তাই তো তাকে বাদ দিয়েই দ্বিতীয় টেস্টের দল সাজিয়েছে পাকিস্তান।

দ্বিতীয় টেস্টের জন্য পাকিস্তানের স্কোয়াড: 
আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), সউদ শাকিল (সহ-অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলি আগা, খুররম শেহজাদ, মোহাম্মদ আলী, আবরার আহমেদ, নাসিম শাহ ও মীর হামজা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম