আল নাসরেই ফুটবলকে বিদায় বলবেন, কবে সেটা জানালেন রোনাল্ডো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ০১:১১ পিএম
ছবি: সংগৃহীত
সময়ের সেরা ফুটবলারদের একজন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। সেই তিনি এখন অবস্থান করছেন ক্যারিয়ারের গোধূলি লগ্নে। বয়স ৪০ হতে চলায় ফুটবলে সময় ফুরিয়ে আসছে তার। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠে কোন ক্লাবের জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলবেন এই মহাতারকা। কবে বুটজোড়া তুলে রাখবেন আনুষ্ঠানিকভাবে?
নিজের অবসর নিয়ে এবার নিজেই কথা বলেছেন এই পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। জানিয়েছেন ক্যারিয়ারজুড়ে বিভিন্ন ক্লাবের হয়ে মাঠে নামলেও সৌদি প্রো লিগের বর্তমান দল আল নাসরের জার্সিতেই ফুটবলকে বিদায় বলবেন তিনি। সেই সময়টা কবে সেটা নিয়েও কথা বলেছেন রোনাল্ডো।
পর্তুগিজ এই সুপারস্টার নিজের অবসর নিয়ে বলেন, ‘আমি জানি না আমি শীঘ্রই অবসর নেব কিনা। তবে দুই বা তিন বছরের মধ্যে এটা হতে পারে.. তবে সম্ভবত আমি এখানে আল-নাসরেই অবসর নেব। আমি এই ক্লাবে খুব খুশি, আমি এই দেশেও ভাল অনুভব করছি। আমি সৌদি আরবে খেলতে পেরে খুশি এবং আমি চালিয়ে যেতে চাই।’
নিজের জাতীয় দলের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন রোনাল্ডো বলেন, ‘যখন আমি জাতীয় দল ছাড়ব, আমি কাউকে বলব না; এটি আমার পক্ষ থেকে খুব স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত হবে।’
ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের সাবেক এই তারকা ফুটবলকে বিদায় বলার পর কোচিং ক্যারিয়ার গড়বেন কিনা এমন প্রশ্নে বলেন, ‘এই মুহূর্তে আমি প্রথম দল বা কোনো দলের কোচ হওয়ার কথা ভাবছি না। এটা আমার মাথায়ও আসে না, আমি কখনই এটা নিয়ে ভাবিনি। আমি আমার ভবিষ্যৎ এর মধ্য দিয়ে যেতে দেখছি না।’
রবার্তো মার্টিনেজের অধীনে আসন্ন নেশনস লিগে খেলার ব্যাপারে রোনাল্ডো বলেন, ‘আমি এখন যা চাই তা হল জাতীয় দলকে সাহায্য করতে সক্ষম হওয়া। আমি নিজেকে ফুটবলের বাইরে অন্যান্য জিনিস করতে দেখি, কিন্তু ভবিষ্যৎ কী আছে তা একমাত্র ঈশ্বরই জানেন।’