Logo
Logo
×

খেলা

সাফ অনূর্ধ্ব-২০ ফাইনাল: নেপালের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ১২:৩৮ পিএম

সাফ অনূর্ধ্ব-২০ ফাইনাল: নেপালের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ

ছবি সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালের মহারণে আজ বুধবার স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। কাঠমান্ডুর ললিতপুরে আনফা কমপ্লেক্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর পৌনে ৩ টায়।

গ্রুপপর্বের শেষ ম্যাচে এই নেপালের কাছে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। শিরোপা দখলের লড়াইয়ে নেপাল বাঁধা টপকাতে হবে বাংলাদেশকে। তবে সেমিফাইনালে ভারতকে হারানোর পর আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশ দলের। লাল-সবুজের যুবাদের স্বপ্ন এবার শিরোপা ছোঁয়ার।

নেপালকে শক্ত প্রতিপক্ষ মানলেও, ট্রফি নিয়ে দেশে ফিরতে চায় বাংলাদেশ কোচ মারুফুল হক।  

তিনি বলেন, ‘নেপালের প্রতি আমার অনেক সম্মান আছে। তাদের স্কোয়াডটা ভালো। তারা এখানে খেলেই বড় হয়েছে। তাদের খেলোয়াড়রাও বেশ ভালো। সবকিছু মাথায় রেখে আমরা যদি আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি তবে আমরা ট্রফি নিয়ে দেশে ফিরতে পারব।’  

তীরে এসে তরী ডোবাতে চান না অধিনায়ক আশরাফুল হক আসিফও। দলগত চেষ্টায় শিরোপা জিততে চান তিনি।  

আসিফ বলেন, ‘ঘরের মাঠে খেলছে তারা, ফলে আলাদা একটা সুবিধা আছে তাদের। তারা ভালো দল। তবে ইনশাল্লাহ আমরা আমাদের সেরাটা দিব।’

এদিকে বাংলাদেশকে এখন আর হালকাভাবে দেখছে না নেপালও।

নেপাল কোচ উরজান শ্রেষ্ঠা বলেন, ‘বাংলাদেশ প্রমাণ করেছে তারা কতটা শক্তিশালী। ওরা শিরোপা জয়ের জন্য মরিয়া হয়ে খেলবে। আমাদেরও সে অনুযায়ী তৈরি থাকতে হবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম