Logo
Logo
×

খেলা

পাকিস্তানে তাওহিদ-সৌম্যদের বড় হার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ১০:৩২ পিএম

পাকিস্তানে তাওহিদ-সৌম্যদের বড় হার

ছবি: পিসিবি

পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রথম একদিনের ম্যাচে হেরে গেল বাংলাদেশ এ দল। ইসলামাবাদ ক্লাব ক্রিকেট ওভালে শাহিনসের কাছে ৮ উইকেটে হেরে গেছে তাওহিদ হৃদয়ের দল।

টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ এ দল গুটিয়ে গেছে ১৮৩ রানে। সে রান হেসেখেলেই তাড়া করেছে পাকিস্তান শাহিনস। ২৭.৫ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের বন্দরে নোঙর করে স্বাগতিকরা।

আগে ব্যাট করা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান আসে সাইফ হাসানের ব্যাটে। টি-টোয়েন্টি মেজাজে ৪০ রান করেন রিশাদ হোসেন। এই দুজন বাদে অন্য ব্যাটাররা সুযোগ হেলায় হারিয়েছেন। তাওহিদ হৃদয় (১৩), সৌম্য সরকার (৯), নাঈম শেখদের (৬) কেউই নিজেদের মেলে ধরতে পারেননি। ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ১৮৩ রানে থেমে যায় বাংলাদেশ এ দলের ইনিংস।

মন্থর ওভাররেটের কারণে দুঃসংবাদ পেল বাংলাদেশ

বাংলাদেশের ব্যাটিং লাইনআপের কোমর ভেঙে দেন পাকিস্তানি পেসার আব্বাস আফ্রিদি। ৩৮ রানে ৫ উইকেট তুলে নেন এই গতিতারকা। দুটি করে উইকেট যায় জাহানদাদ খান ও মেহরান মমতাজের ঝুলিতে।

রান তাড়ায় ওপেনার আব্দুল ফাসিহ ১ রানে বিদায় নিলেও দ্বিতীয় উইকেটে হাসিবউল্লাহ ও উসমান ১২৯ রানের জুটি গড়েন। তাতে ম্যাচ সহজ হয়ে যায় পাকিস্তান শাহিনসের জন্য। উসমান ৬০ বলে করেন ৮৭ রান।

জয় নিয়ে উসমান মাঠ ছাড়তে না পারলেও হাসিবউল্লাহ অপরাজিত থাকেন ৭৩ রানে। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে একটি করে উইকেট নেন মাহেদী হাসান ও মোসাদ্দেক হোসেন।

২৮ আগস্ট একই মাঠে পরের একদিনের ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান শাহিনস ও বাংলাদেশ এ দল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম