ছবি: সংগৃহীত
সাকিব আল হাসানের বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় প্রাণ হারানো গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যা অভিযোগে করা মামলায় ২৮ নম্বর আসামি করা হয়েছে বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডারকে। এই কঠিন সময়ে তার পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার।
সাকিব আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, সবশেষ দ্বাদশ সংসদে মাগুরা থেকে আওয়ামী লীগের সংসদ সদস্যও নির্বাচিত হয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তাই ছাত্র-জনতার ক্ষোভের মুখে পড়েছেন সাকিবও।
জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারের দাবি, সাকিবকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক তো সরাসরি বলে দিয়েছেন, ‘প্রায় ১৮ বছর ধরে দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেটে তার হাত ধরে এসেছে কত জয়! সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি!’
পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্ট জয়ের নায়ক মুশফিকুর রহিম বলছেন, ‘ আমি সাকিবের কঠিন সময়গুলোর সঙ্গী এবং আমি তার বিরুদ্ধে তোলা মিথ্যা অভিযোগের সমর্থন করি না, কারণ আমি জানি সে কখনোই অমানবিক কাজে লিপ্ত হবে না। আমরা সবসময় তোমার পাশে আছি, বন্ধু।’
জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্তও সাকিব ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন, ‘সাকিব ভাই আমাদের দেশের অনেক বড় সম্পদ। দীর্ঘ ১৭ বছর বিশ্বের দরবারে বাংলাদেশের নাম উঁচিয়ে ধরেছেন তিনিই। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত।’
এছাড়া এনামুল হক বিজয়, পেসার শরিফুল ইসলাম, রুবেল হোসেনসহ আরও অনেক ক্রিকেটারই হত্যা মামলার আসামি সাকিব আল হাসানের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।