Logo
Logo
×

খেলা

‘বাংলাদেশ বেশি ভালো খেলেছে’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ০৪:২৬ পিএম

‘বাংলাদেশ বেশি ভালো খেলেছে’

রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের কাছে ১০ উইকেটের বড় ব্যবধানে পাকিস্তান হেরে যাওয়ার পর বাবর আজমদের নিয়ে কড়া সমালোচনা করছেন দেশটির  সাবেক তরকারা।

পাকিস্তান ক্রিকেটের অধঃপতন নিয়ে এবার মুখ খুললেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেনও।

টুইটারে এক পোস্টে পিটারসেন লিখেছেন, ‘পাকিস্তানে ক্রিকেটের কী হলো? আমি যখন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলেছি, ওই লিগের মান দুর্দান্ত ছিল। খেলোয়াড়দের কর্মনীতি দারুণ ছিল, উঠতি তরুণরা ছিল জাদুময়ী। সেখানে এখন হচ্ছেটা কী?’

পিটারসেনের পোস্টের নিচে মন্তব্য করছেন অনেকেই। তাদের মধ্যে একজন লিখেছেন, ‘স্রেফ এটা কি হতে পারে না যে বাংলাদেশ বেশি ভালো খেলেছে?’

সেটির জবাবে আবার আরেকজন লিখেছেন, ‘হতে পারে। কিন্তু পাকিস্তান দল এমনকি আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের কাছেও হারছে। তাহলে কিছু না কিছু গড়বড় হয়েছে এ দলের মধ্যে।’

আরেকজন তার মন্তব্যে তুলে এনেছেন পাকিস্তান ক্রিকেটের অস্থিরতার প্রসঙ্গটি। তিনি লিখেছেন, ‘পাকিস্তানে (ক্রিকেটের এমন দশার পেছনে) রাজনীতি বড় একটা কারণ। ছয় মাস অন্তর নতুন বোর্ড প্রেসিডেন্ট আর নতুন নির্বাচক আসেন। সেই একই চক্রের পুনরাবৃত্তি হয়।’
আগামী ৩০ আগস্ট রাওয়ালপিন্ডিতেই শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম