মুমিনুল হক ও সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সতীর্থ সাকিব আল হাসানের জন্য ঢাল হয়ে দাঁড়ালেন মুমিনুল হক। ঢাকার আদাবর থানায় গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় আসামি করা হয়েছে সাকিবকে। মামলাটিকে মিথ্যা বলে দাবি করেছেন বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিব ইস্যুতে মুমিনুল লিখেছেন, ‘প্রায় ১৮ বছর ধরে দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেটে তার হাত ধরে এসেছে কত জয়! সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি!’
মুমিনুল যোগ করেন, ‘গার্মেন্টসকর্মী হত্যা মামলায় দায়ে অভিযুক্ত সাকিব ভাই তখন কানাডায় খেলছিলেন। দেশেও ছিলেন না লম্বা সময়। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। এমন ঘটনা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পারে। যে ছাত্র-জনতার রক্তে নতুন বাংলাদেশ দেখলাম, সেই বাংলাদেশে প্রশ্নবিদ্ধ মামলা করে হয়রানি অপ্রত্যাশিত। আমরা চাই নতুন বাংলাদেশে সবাই ন্যায়বিচার পাবে। ক্রিকেটার সাকিব আল হাসানের প্রতি সব সময়ই সমর্থন ছিল, আছে এবং থাকবে। সংকট কাটিয়ে নিশ্চয়ই ভক্তদের ভালোবাসায় আগের মতোই সিক্ত হবে সাকিব ভাই।’
এর আগে পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা ক্রিকেটারদের নিয়ে দেওয়া অপর এক পোস্টে সাকিব প্রসঙ্গে মুমিনুল লিখেছেন, ‘সাকিব ভাই সব সময়ই দলের সবার জন্য অনুপ্রেরণা। দলের প্রয়োজনে বরাবরই জ্বলে ওঠেন তিনি; ইতিহাস গড়ার ম্যাচে সাকিব ভাইয়ের স্পেলও ছিল সমান কার্যকরী। আপনার সার্ভিস আরও লম্বা সময় বাংলাদেশ দল পাবে, সেটাই প্রত্যাশা। আপনার ভালো-খারাপ সব সময়ই পাশে আছি সবাই।’