ঐতিহাসিক টেস্ট জয়ের আগের রাতে শান্তকে যা বলেছিলেন তার স্ত্রী
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৬:২৬ পিএম
স্ত্রী সাবরিন রত্নার সঙ্গে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছবি: সংগৃহীত
মুলতানের খেদ মিটেছে রাওয়ালপিন্ডিতে। ২০০৩ সালে তীরে এসে তরী ডোবার সে আক্ষেপ বাংলাদেশ ঘুচিয়েছে ২০২৪ সালে এসে। প্রথমবারের মতো পাকিস্তানকে ধসিয়ে ১০ উইকেটে টেস্ট জয় পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল। টেস্ট জয়ের আগের রাতে শান্তকে ফোনে টেস্ট জয়ের অনুপ্রেরণা জুগিয়েছিলেন তার স্ত্রী সাবরিন রত্না।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, ‘জয়টা খুবই বিশেষ। গত রাতে স্ত্রীর সঙ্গে কথা বলেছি। সে বলল যদি আমরা জিতি, সেটা খুবই ভালো হবে। ভাগ্য ভালো যে আমরা আজ জিতেছি।’
‘শুধু বৃষ্টিই বাংলাদেশকে বাঁচাতে পারে’ বলে তোপের মুখে পাকিস্তানের সাবেক ক্রিকেটার
শেষ দিনে রাওয়ালপিণ্ডি টেস্ট ড্রয়ের দিকে যাচ্ছে বলেই ধরে নেওয়া হয়েছিল। বাংলাদেশের ১১৭ রানের লিড টপকে যাওয়ার লক্ষ্য এদিন ব্যাট করতে নেমেছিল পাকিস্তান। কিন্তু পেসবান্ধব উইকেটে সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে কূলকিনারা করতে পারেনি স্বাগতিকরা।
দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে অলআউট হওয়া পাকিস্তান পায় ২৯ রানের লিড। নিজেদের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৩০ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে উচ্ছ্বাস, ‘এটা অনেক বড় জয়। আমরা এর আগে কখনো জিতিনি। তবে আমাদের বিশ্বাস ছিল সিরিজ শুরুর আগে ভালো করব এবং আমরা জিতেছি।’