Logo
Logo
×

খেলা

বিতর্ক পাশ কাটিয়ে সাকিবের বিশ্বরেকর্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০২:০৭ পিএম

বিতর্ক পাশ কাটিয়ে সাকিবের বিশ্বরেকর্ড

ছবি: সংগৃহীত

গত কিছুদিন ধরেই সময়টা ভালো যাচ্ছিল না সাকিব আল হাসানের। ক্রিকেটের বাইরের নানা ইস্যুতে বিতর্কিত হতে হচ্ছিল তাকে। তবে বরাবরই সাকিব খারাপ সময়ে মাঠের ক্রিকেটে জবাব দিয়েছেন। এবারও তার ব্যতিক্রম হলো না। পাকিস্তানের বিপক্ষে ব্যাট তেমন সুবিধা করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে বল হাতে দায়িত্ব নিয়েছেন। এরইমধ্যে সাজঘরে ফিরিয়েছেন সৌদ শাকিল ও আব্দুল্লাহ শফিককে। আর তাতেই রেকর্ড বুকে নাম লেখা হয়ে গেছে সাকিবের।

আন্তর্জাতিক ক্রিকেটে বাঁহাতি স্পিনার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার এখন সাকিব। সব মিলিয়ে ৪৮২ ইনিংসে ৭০৬ উইকেট সাকিবের। যেই রেকর্ড এতদিন ছিল নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও সাকিবের কোচ ড্যানিয়েল ভেটরির। ভেটরির উইকেট সংখ্যা ৭০৫টি যেই রেকর্ড গড়তে ভেটরিকে বল করতে হয়েছিল ৪৯৮ ইনিংস। সাকিব তার চেয়ে ১৬ ইনিংস কম খেলেই এই কীর্তি নিজের করে নিয়েছেন।

এদিন সাকিবের বোলিংয়ের কাছে পরাস্ত হয়ে ক্যারিয়ারের প্রথম ডাক মেরেছেন শাকিল। আর এই উইকেট দিয়েই ভেটরিকে স্পর্শ করেছিলেন সাকিব। পরে শফিককে ফিরিয়ে টপকে যান ভেটরিকে। গড়েন বাঁহাতি স্পিনার হিসেবে সর্বোচ্চ উইকেট নেওয়ার কীর্তি।

বাঁহাতি বোলার হিসেবে সর্বোচ্চ উইকেট নেওয়ার কীর্তিটা অবশ্য পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের। কিং অব সুইং খ্যাত এই পেসারের উইকেট ৯১৬টি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম