Logo
Logo
×

খেলা

প্রথম টেস্ট শেষে সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত: বিসিবি সভাপতি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০৮:২৯ পিএম

প্রথম টেস্ট শেষে সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত: বিসিবি সভাপতি

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারানো গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় আসামি করা হয়েছে সাকিব আল হাসানকে। জাতীয় দলের সঙ্গে এখন পাকিস্তানে অবস্থান করছেন তিনি। সেখানে প্রথম টেস্টে মাঠেও নেমেছেন। এর মধ্যেই জানা যায়, সাকিবকে দল থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।

এমন পরিস্থিতিতে শনিবার জরুরী বৈঠকে বসে বিসিবি। দুপুর ১২টায় শুরু হওয়া সে বৈঠকের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

সাকিব ইস্যুতে প্রশ্ন করা হলে ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘এই মুহূর্তে যেহেতু টেস্ট ম্যাচ চলছে, কালকে পঞ্চম দিন। এই মুহূর্তে আমরা কোনও পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা করিনি। কালকের দিন শেষ হলে বসে একটা সিদ্ধান্ত নেবো।’

সাকিবের বিরুদ্ধে হত্যা মামলার বিষয়ে যা জানালেন ডিএমপি কমিশনার

ফারুক যোগ করেন, ‘এই মুহূর্তে তার খেলতে বাধা নেই। আসলে ম্যাচের মাঝখানে তাকে প্রত্যাহার করতে পারবো না।’

উল্লেখ্য, গত ৫ আগস্ট আদাবরের রিং রোডে বুকে ও পেটে গুলিবিদ্ধ হয়ে মারা যান মোহাম্মদ রুবেল নামে এক গার্মেন্টস শ্রমিক। রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে গত বৃহস্পতিবার হত্যা মামলা করেন, যেখানে সাকিবকে ২৮ নম্বর আসামি করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম