Logo
Logo
×

খেলা

রেকর্ড রান নিয়ে থামল বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০৫:৫৫ পিএম

রেকর্ড রান নিয়ে থামল বাংলাদেশ

মুশফিক-মিরাজের ১৯৬ রানের জুটিতে বদলে যায় ইনিংসের গতিপথ। ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে টেস্টে ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল বাংলাদেশ। রাওয়ালপিণ্ডি টেস্টে অলআউট হওয়ার আগে ৫৬৫ রান তুলেছে নাজমুল হাসান শান্তর দল।

এর আগে ২০১৫ সালে খুলনায় ৬ উইকেটে ৫৫৫ রান করেছিল বাংলাদেশ। এতদিন পাকিস্তানের বিপক্ষে এটাই ছিল বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ রানের কীর্তি।

প্রথম ইনিংসে পাকিস্তানের ৪৪৮ রানের বিপরীতে ব্যাট করতে নেমে সাদমান ইসলামের ব্যাটে বাংলাদেশের শুরুটা হয় দারুণ। তার ৯৩ রানের সঙ্গে সাবেক অধিনায়ক মুমিনুল হকের ব্যাটে আসে ৫০ রান।

সাদমানের পর মুশফিককেও আক্ষেপে পোড়ালেন মোহাম্মদ আলী

সাকিব আল হাসান (১৫) ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (১৬) ব্যাট হাতে স্বস্তি এনে দিতে পারেননি। সে কাজটা করেছেন মুশফিকুর রহিম। প্রথমে লিটন দাস এবং পরে সপ্তম উইকেটে মেহেদি হাসান মিরাজের সঙ্গে গড়েছেন ১৯৬ রানের অবিশ্বাস্য এক জুটি।

৯ রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস হলেও তার ১৯১ রানের অনবদ্য ইনিংসে লিডের দেখা পায় বাংলাদেশ। ৫৬ রান আসে লিটনের ব্যাটে, মিরাজ করেন ৭৭ রান। শেষ পর্যন্ত বাংলাদেশ পায় ১১৭ রানের লিড।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন নাসিম শাহ। দুটি করে উইকেট যায় শাহিন শাহ, খুররম শেহজাদ এবং মোহাম্মদ আলীর ঝুলিতে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম