Logo
Logo
×

খেলা

ম্যাক্সওয়েল বাটলার সূর্যকুমারকে টপকে যে নজির গড়লেন পুরান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০৫:০৭ পিএম

ম্যাক্সওয়েল বাটলার সূর্যকুমারকে টপকে যে নজির গড়লেন পুরান

অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল, ইংলিশ তারকা জস বাটলার ও ভারতীয় তারকা ব্যাটসম্যান সূর্যকুমারকে টপকে গেলেন নিকোলাস পুরান। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছক্কা হাঁকানোর দিক থেকে শীর্ষ তিনে চলে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের এই তারকা ব্যাটসম্যান। তিনি ৯৬ ম্যাচে ১৩৯টি ছক্কা হাঁকান।

টি-টোয়েন্টিতে ১৫৯ ম্যাচে রেকর্ড ২০৫টি ছক্কা হাঁকিয়ে এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ১২২ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ১৭৩টি ছক্কা হাঁকিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার মার্টিন গাপটিল। 

গতকাল শুক্রবার ত্রিনিদাদের টারৌবায় টস হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৭৪ রান করে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টার্গেট তাড়া করতে নেমে নিকোলাস পুরানেরা ২৬ বলের (দুই চার আর ৭টি ছক্কার) ৬৫ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে ১৩ বল আগেই জয়ের বন্দরে পৌঁছে দেন। এছাড়া ৩৬ বলে দুই চার আর তিন ছক্কায় ৫১ রান করেন শাই হোপ। ৩০ বলে ৪০ রান করেন আলিক আথানাজে।

এদিন ৭টি ছক্কা হাঁকানোর মধ্য দিয়ে ৯৬টি টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ ১৩৯টি ছক্কা হাঁকালেন নিকোলাস পুরান। জস বাটলার ১২৪ ম্যাচে ১৩৭টি ছক্কা হাঁকান।  সূর্যকুমার যাদব ৭১টি টি-টোয়েন্টিতে ১৩৬টি ছক্কা হাঁকান। গ্লেন ম্যাক্সওয়েলে ১৩৪টি ছক্কা হাঁকান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম