Logo
Logo
×

খেলা

ক্লাব পেলেন না জামাল ভূঁইয়া

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০৪:৩২ পিএম

ক্লাব পেলেন না জামাল ভূঁইয়া

জামাল ভূঁইয়া। ছবি: সংগৃহীত

বছরখানেক আগেও দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক লিগে খেলার গৌরব সঙ্গী হয়েছিল জামাল ভূঁইয়ার। অথচ বছর ঘুরতেই মুদ্রার একেবারে উল্টো পিঠও দেখা হয়ে গেল তার। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে কোনো দল পাননি জাতীয় দলের অধিনায়ক।

গত বছর তার ঠিকানা ছিল আর্জেন্টিনার তৃতীয় বিভাগ লিগ। যদিও পরে সোল দি মায়োর সঙ্গে বনিবনা না হওয়ায় তাকে চলে আসতে হয়।

এরপর ঢাকা আবাহনীতে যোগ দিয়েছিলেন। আর্জেন্টিনার কোচ দিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানী অবশ্য তাকে নিয়মিত খেলাতেন না।

দুর্নীতিতে নিমজ্জিত বাফুফে সালাউদ্দিনের যত অনিয়ম

দেশে ক্ষমতার পালাবদলের সবচেয়ে বড় প্রভাবটা বোধহয় ফুটবলই পড়েছে। শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং শেখ রাসেল ক্রীড়া চক্র দল এবার দল গড়েনি। চট্টগ্রাম আবাহনী কষ্টেসৃষ্টে দল গড়লেও জামালের ঠাঁই হয়নি।

তাই চলতি মৌসুমে জামালকে ক্লাববিহীন থাকতে হবে বলে ধারণা করা হচ্ছে। অবশ্য বিদেশি কোনো দল পেয়ে গেলে ভিন্ন কথা।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম