Logo
Logo
×

খেলা

সাকিবের বিরুদ্ধে মামলায় দুঃখ পেয়েছেন ‘প্রাক্তন’ মিথিলা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ০৫:২২ পিএম

সাকিবের বিরুদ্ধে মামলায় দুঃখ পেয়েছেন ‘প্রাক্তন’ মিথিলা

সাকিব আল হাসান ও তানজিয়া জামান মিথিলা। ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগ সরকারের দমনপীড়নে অনেক শিক্ষার্থী এবং সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। এখন সেসব হত্যাকাণ্ডের বিচার চেয়ে মামলা করেছেন হত্যার শিকার ব্যক্তিদের পরিবার-পরিজন। এর মধ্যে ঢাকার আদাবর থানায় এক হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে আসামি করা হয়েছে। এই ঘটনায় ফেসবুকে দুঃখপ্রকাশ করেছেন মডেল তানজিয়া জামান মিথিলা।

জানা গেছে, আদাবর থানায় গার্মেন্টকর্মী রুবেল হত্যা মামলায় ২৮ নম্বর আসামী করা হয়েছে সাকিব আল হাসানকে। মামলার খবর ছড়িয়ে পড়তেই ফেসবুকে একটি পোস্ট করেছেন মিথিলা। মামলার খবর শেয়ার করে এই মডেল লিখেছেন, ‘এ ধরনের অভিযোগের মাধ্যমে তারা বিশ্বাসযোগ্যতা হারাবে এবং অবশ্যই জনগণের কাছে আমাদের ন্যায়বিচারের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলবে। এ ধরনের গ্রেপ্তার দিয়ে কী বোঝানো হচ্ছে?’

হত্যা মামলার আসামি, ক্রিকেট খেলতে পারবেন সাকিব?

পোস্টে অর্থ লোপাটে অভিযুক্ত বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক শাহ আলমের প্রসঙ্গ টেনে মিথিলা লিখেছেন, ‘শাহ আলমের মতো বড় অপরাধীরা এখনো মুক্ত। সাকিব যা–ই করুক না কেন, সে খুনি নয়। তার এত বড় অর্জনের কথা ভুলে যান কী করে? বিশ্বের কাছে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে চলেছেন তিনি। আমরা যদি আমাদের মেধাবীদের মূল্যায়ন না করি, তবে তা আমাদের জন্য দুঃখজনক। সাকিবের জন্য সত্যিই আমার খারাপ লাগছে।’

উল্লেখ্য, বাংলাদেশের মডেলিং জগতে আলোচিত নাম তানজিয়া জামান মিথিলা। বাংলাদেশি এই মডেল বলিউডের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। এছাড়া ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ এর মুকুটজয়ীও তিনি।

একসময় সাকিব আল হাসানের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মিথিলার। এক সাক্ষাৎকারে এই সাকিবের সঙ্গে তার সম্পর্কের কথা স্বীকার করে মিথিলা বলেছিলেন, ‘হ‌্যাঁ, অনেক বছর আগে আমাদের রিলেশন ছিল। সম্পর্ক ছিল, কিন্তু সে এখন বিয়ে করেছে, সংসার আছে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম