ছবি: সংগৃহীত
রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে ৪১ ওভার। যেখানে বৃষ্টিবিঘ্নিত দিনে টসে জিতে পাকিস্তানকে শুরুতে ব্যাট করতে পাঠিয়ে ১৫৮ রানের বিনিময়ে ৪ উইকেট তুলেছে বাংলাদেশ। দিনটা বাংলাদেশের বলা যেত; তবে যখন জানবেন ১৬ রানে ৩ উইকেট হারানোর পর আর এক উইকেট খরচায় এতদূর গেছে পাকিস্তানের ইনিংস, তখন খুব বেশি ভালো করেছে বাংলাদেশ তা বোধহয় বলার সুযোগ নেই।
এরপরও দ্বিতীয় দিনে দ্রুতই পাকিস্তানকে আটকে দিতে চায় বাংলাদেশ। যেই লক্ষ্যের কথা জানিয়েছেন পেসার হাসান মাহমুদ। আর পাকিস্তানের সেই লক্ষ্যটা ২০০ রানের আশপাশে।
হাসান মাহমুদ বলেন, ‘চেষ্টা করব যত কম রানে তাদের বেঁধে রাখতে পারি। আমরা আগামীকাল নতুন প্ল্যান নিয়ে আসব। আমরা চেষ্টা করব সঠিক জায়গায় বল করে তাদের উইকেট নিতে। চেষ্টা করব যেন তাদের ২০০ রানের আশপাশে আটকানো যায়।’
বোলিংয়ের পরিকল্পনা সম্পর্কে হাসান বলেন, ‘আমাদের প্ল্যান ছিল আমরা যতটা পারি ব্যাটারকে খেলানো সামনে। নতুন বল ছিল মুভমেন্ট ছিল। চেষ্টা করেছি যতটা সামনে বল করা যায়। একটা লাইন মেইনটেইন করা যায়। আমরা চেষ্টা করেছি যতটুকু আমাদের সামর্থ্য ছিল। ইনশাআল্লাহ সামনে আরও ভালো করব।’
বেশিরভাগ সময় সাদা বলের ক্রিকেটে খেলা হাসান লাল বলের ক্রিকেট কেমন উপভোগ করছেন তা জানিয়ে বলেন, ‘লাল বলে আমি উপভোগ করি বোলিং করতে। আমার অনেকগুলো অপশন থাকে বল করার। নিজের মতো করে বল করা যায় টেস্টে। এটিই সুবিধা।’ দ্বিতীয় দিনের চ্যালেঞ্জ নিয়ে হাসানের মন্তব্য— ‘রোদ উঠলে উইকেট পেসারদের জন্য সহায়ক হবে, গতি আর বাউন্স পাওয়া যাবে।’