Logo
Logo
×

খেলা

‘হাথুরুর বিকল্প খুঁজব, বেটার কাউকে পাওয়া যায় কিনা দেখব’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ০৭:৫৬ পিএম

‘হাথুরুর বিকল্প খুঁজব, বেটার কাউকে পাওয়া যায় কিনা দেখব’

সম্প্রতি এক সাক্ষাৎকারে জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ বলেছেন, আমি যদি দায়িত্বে থাকতাম তাহলে চন্ডিকা হাথুরুসিংহকে প্রধান কোচ হিসেবে রাখতাম না। 

এতদিন তিনি দায়িত্ব পাননি। আজ বুধবার পেয়ে গেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব। হাথুরুর ব্যাপারে তার মত বদলেছে কিনা জানতে চাইলে 

ফারুক আহমেদ বলেন, চন্ডিকা হাথুরুসিংহের চুক্তি কতদিন, আমি আসলে জানি না। তবে আমি আমার আগের অবস্থানেই আছি (হাথুরুর বিদায় চান)। এখন যেহেতু আমি দায়িত্ব পেয়েছি। এখন আমি বিকল্প খুঁজব, তার চাইতে বেটার কাউকে পাই কি না, কাছাকাছি মানের কাউকে পাওয়া যায় কি না এসব দেখব।

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও বলেছেন, বোর্ডের অন্যদের সঙ্গে আলাপ করব, সিইও আছেন, আগে যারা কাজ করেছেন তাদের সঙ্গে কথা বলে নেব। তারপরে...আসলে আমি ওই অবস্থান থেকে সরিনি এখনো।

হাথুরুসিংহের সঙ্গে বিসিবির চুক্তি ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। তার আগে তাকে বিদায় করলে বিসিবিকে বড় অংকের আর্থিক লোকসান দিতে হবে। তাই এখনই পরিষ্কার বিদায়ের কথা বলছেন না ফারুক আহমেদ। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম