Logo
Logo
×

খেলা

তামিমকে জাতীয় দলে অথবা বোর্ডে চান ফারুক 

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ০৭:২৪ পিএম

তামিমকে জাতীয় দলে অথবা বোর্ডে চান ফারুক 

দেশ সেরা ওপেনার তামিম ইকবালকে জাতীয় দলে ফেরাতে চান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি ফারুক আহমেদ। শুধু তাই নয়, তামিম যদি ক্রিকেট মাঠে ফিরতে আগ্রহী না হন তাহলে বোর্ডের যে কোনো দায়িত্বে তাকে দেখতে চান সাবেক অধিনায়ক ফারুক আহমেদ।

তামিম জাতীয় দলের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে। সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছরের এপ্রিলে। আর টি-টোয়েন্টি খেলেছেন ২০২০ সালের মার্চে।

বুধবার বিসিবির নতুন সভাপতি হয়ে ফারুক আহমেদ বলেছেন, আমার ব্যক্তিগত মত, তামিম ইচ্ছা করলে আরও দুই–তিন বছর খেলতে পারে। আমি চাই সে অন্তত আরও দুই বছর ক্রিকেট খেলুক। আমার মনে হয় এখন ওয়ানডে খেলা ওর জন্য ভালো হবে। 

তামিম যদি মাঠের ক্রিকেটে ফিরতে না চায়, তাহলে ক্রিকেট বোর্ডের যেকোনো দায়িত্ব পালনে আগ্রহী হলে সুযোগ করে দেওয়া হবে। এমনটি জানিয়ে বিসিবি সভাপতি বলেন, সে আমাদের একজন সাবেক অধিনায়ক, তার মানে তার মধ্যে নেতৃত্বগুণ আছে। খেলতে না পারলে ও যদি বোর্ডে সম্পৃক্ত হতে চায়, আমি খুবই খুশি হব। তাকে যদি আমরা কাজে লাগাতে পারি, আমার ধারণা ও অনেক ভালো কিছু করতে পারবে। ওর সঙ্গে কথা বলে দেখি ওর পরিকল্পনাটা কী।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম