গোলদাতা মিরাজ স্মরণ করলেন আবু সাঈদ, মুগ্ধদের। ছবি: ফেসবুক
শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ মিশন। নেপালে মঙ্গলবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় শুরু হয়েছে খেলা। ম্যাচের ১৭ মিনিটেই মিরাজুল ইসলামের দুর্দান্ত এক গোলে বাংলাদেশ এগিয়ে যায়।
এই গোলের পর উদযাপন করতে গিয়ে নিজের জার্সির ওপর একটা সাদা টি-শার্ট পড়েন মিরাজ। কোটা সংস্কার আন্দোলনে প্রাণ হারানো আবু সাঈদ, মীর মুগ্ধসহ সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সে টি শার্টে লেখা ছিল, ‘মুগ্ধ এবং আবু সাঈদের স্মরণে, মনে রেখ যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি’।
আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দলে নেই মেসি
অনূর্ধ্ব-২০ সাফে বাংলাদেশ দলে যে কিশোর বা সদ্য কৈশোরত্তীর্ণরা খেলছেন, তাদের সমবয়সিরাই কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সবচেয়ে সক্রিয় ছিলেন।
পুলিশের গুলিতে তাদের অনেকেই প্রাণ হারিয়েছেন। একটি জাতীয় দৈনিকের তথ্য অনুযায়ী, এই আন্দোলনে ৬৭ জন শিশু-কিশোর মারা গেছেন।
প্রসঙ্গত, এই প্রতিবেদন লেখা পর্যন্ত ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত শুরুর সে লিড ধরে রেখেছে বাংলাদেশের যুবারা।