Logo
Logo
×

খেলা

এশিয়ান ইনডোর গেমস বাতিলের সিদ্ধান্ত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ০৪:৩৮ পিএম

এশিয়ান ইনডোর গেমস বাতিলের সিদ্ধান্ত

বেশ কয়েক দফায় স্থগিত এবং শুরুর দিনক্ষণ পিছিয়ে দেওয়ার পর এবার এশিয়ান ইনডোর ও মার্শাল আর্ট গেমস বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে গেমস বাতিলের বিষয়টি জানতে পারে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।

কয়েক দফা পেছানোর পর সবশেষ আগামী ২১-৩০ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংকক ও চোনবুরিতে এশিয়ান ইনডোর ও মার্শাল আর্ট গেমস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে গেমস শুরুর যখন আরও মাস তিনেক বাকি, তখন আচমকা গেমস বাতিলের সিদ্ধান্ত নিল অলিম্পিক কাউন্সিল অব এশিয়া।

সালাউদ্দিনকে পদত্যাগে ৭ দিনের আলটিমেটাম

এই গেমসে দাবা, অ্যাথলেটিক্স, সাঁতারসহ কয়েকটি ডিসিপ্লিনে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশের। মঙ্গলবার (২০ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন গেমস বাতিলের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

এশিয়ান ইনডোর গেমস বাতিল হয়ে যাওয়ায় চলতি বছরে বাংলাদেশের অ্যাথলেটরা আর কোনো টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পাবেন না। ২০২৫ সালে ইসলামিক সলিডারিটি ও ২০২৬ সালে কমনওয়েলথ এবং এশিয়ান গেমসের সূচি রয়েছে। এই টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণের কথা রয়েছে বাংলাদেশের।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম