Logo
Logo
×

খেলা

বিসিবিতে যে ভূমিকায় কাজ করতে চান ফারুক আহমেদ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০৫:৪৬ পিএম

বিসিবিতে যে ভূমিকায় কাজ করতে চান ফারুক আহমেদ

ফারুক আহমেদ। ছবি: সংগৃহীত

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে কাজ করার প্রস্তাব দিয়েছে বাংলাদশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত রোববার (১৮ আগস্ট) ফারুক নিজেই সংবাদমাধ্যমকে এই তথ্য দিয়েছিলেন। তবে কোন পদে বিসিবিতে যুক্ত হওয়ার প্রস্তাব পেয়েছেন, সে সম্পর্কে পরিষ্কারভাবে কিছু জানাননি।

সোমবার (১৯ আগস্ট) দেশের একটি ইংরেজি দৈনিকের অনলাইন সংস্করণে ফারুক আহমেদের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। যেখানে বিসিবিতে কোন ভূমিকায় কাজ করতে চান, তা জানিয়েছেন তিনি।

বিসিবিতে আগে দুই মেয়াদে প্রধান নির্বাচকের দায়িত্ব সামলেছেন ফারুক আহমেদ। তবে এবার আর সেই পদ নিয়ে আগ্রহ নেই তার, ‘আমি পূর্বে দুই মেয়াদে প্রধান নির্বাচক হিসেবে কাজ করেছি। তবে এখন আর তেমন কোনো পদে কাজ করার সময় বা শক্তি কোনোটাই নেই।’

ফারুক বরং ক্রিকেটে বোর্ডের নীতিনির্ধারণী পর্যায়ে কাজ করতে ইচ্ছুক, ‘আমার মনে হয় নীতিনির্ধারণী পদে কার্যকরী ভূমিকা রাখতে পারব। যেমন দলের উন্নয়ন এবং পারফরম্যান্স বিশ্লেষণের মতো কাজগুলোতে আমার দক্ষতা বেশি কাজ লাগাতে পারব বলে আমার বিশ্বাস।’

বিসিবিতে কাজ করার প্রস্তাব পেলেন ফারুক আহমেদ

যদিও ক্রিকেটের উন্নয়নে যেকোনো পদে কাজ করতে প্রস্তুত আছেন বলেও উল্লেখ করেছেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক, ‘আমাকে অ্যাপ্রোচ করা হলে আমি আগ্রহ দেখাব। সর্বোপরি আমি ক্রিকেটের উন্নয়নের জন্য সবক্ষেত্রে যেকোনো ভূমিকায় কাজ করতে চাই।’

সম্প্রতি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে ফারুক আহমেদের। এরপর থেকেই গণমাধ্যমে গুঞ্জন, পাপন পদত্যাগ করলে বিসিবির অন্তর্বর্তীকালীন সভাপতি হতে পারেন এই সাবেক ক্রিকেটার। যদিও বিসিবি বা ফারুক আহমেদ এখনো এই বিষয়ে কিছু বলেননি।

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন লাপাত্তা। অজ্ঞাত স্থান থেকে এক বোর্ড পরিচালককে তিনি বলেছেন, সভাপতির পদ থেকে পদত্যাগ করতে প্রস্তুত তিনি। যদিও এখনো পদত্যাগের বিষয়ে তার চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম