Logo
Logo
×

খেলা

বাংলাদেশের বিপক্ষে স্পিনার না নেওয়ার কারণ জানালেন সালমান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ১০:২৭ এএম

বাংলাদেশের বিপক্ষে স্পিনার না নেওয়ার কারণ জানালেন সালমান

ছবি: সংগৃহীত

আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মাঠে নামবে বাংলাদেশ। ওই ম্যাচ সামনে রেখে ঘোষিত স্কোয়াডে কোনো স্বীকৃত স্পিনার নেই পাকিস্তান দলে। একমাত্র স্পিনার আবরার আহমেদও বাদ পড়েছেন রাওয়ালপিন্ডি টেস্টের স্কোয়াড থেকে। অর্থাৎ পেস আক্রমণই একমাত্র ভরসা পাকিস্তানের। বাংলাদেশের বিপক্ষে স্পিনার না নেওয়ার কারণ জানিয়েছেন দলটির অলরাউন্ডার সালমান আলী আঘা।

স্কোয়াডে স্পিনার না নেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘আসলে সবুজ উইকেটে লাল বলে পেসাররা সুবিধা পেয়েই থাকে। আমাদের জন্য আসলে এটা নতুন কোনো ব্যাপার নয়। আমরা ঘরোয়া ক্রিকেটে যখন খেলে থাকি তখন সেখানে সবুজ উইকেটে লাল বলে পেসাররা সুবিধা পেয়ে থাকে।’ 

তবে অলরাউন্ডার হিসেবে দলের প্রয়োজনে স্পিনার হিসেবে মূল দায়িত্বটাও নিতে চান সালমান আঘা। যা নিয়ে তিনি বলেন, ‘যখন আমি ব্যাটিং করব তখন আমি ব্যাটার, যখন আমি বোলিং করব তখন আমি বোলার। অস্ট্রেলিয়াতে স্পিনার হিসেবে আমাকে খেলানো হয়েছে আমি ভালো করেছি সেখানে।’

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ক্রিকেটারদের মধ্যে গ্রুপিংয়ের খবর বাইরে এসেছিল। সে সময় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল পাকিস্তান ক্রিকেট দল। তবে এসব যে কেবলই বাইরের কথা। দলের পরিবেশ ভালো তাও নিশ্চিত করেছেন সালমান আঘা।

তিনি বলেন, ‘দলের পরিবেশ বেশ ভালো। সব খেলোয়াড়ই ভাই আর বন্ধুর মতো একে অন্যকে সাহায্য করে। সামাজিক যোগাযোগমাধ্যমে কী চলছে তা নিয়ে আমাদের কিছু করার নেই।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম