ছবি: বিসিবি
দুই টেস্টের সিরিজ খেলতে এখন পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কিন্তু সেখানে অদ্ভুত এক সমস্যায় পড়তে হচ্ছে তাদের। ইন্টারনেটের ধীরগতিতে পরিবার-পরিজনের সঙ্গে যোগাযোগ রাখতে বেগ পেতে হচ্ছে সাকিব-শান্তদের।
পাকিস্তানি সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, সরকারের কিছু নতুন বিধিনিষেধ আরোপের ফলে ইন্টারনেটের গতি কমেছে। দেশটির ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠনের দেওয়া তথ্যমতে, পাকিস্তানজুড়ে ইন্টারনেটের গতি ৩০ থেকে ৪০ ভাগ হ্রাস পেয়েছে।
পাকিস্তানের যে ব্যাটারকে আউট করলে স্বপ্নপূরণ হবে শরিফুলের
ইন্টারনেটের গতি কমে যাওয়ায় সামাজিক মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করা কঠিন হয়ে গেছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ করেনি বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
উল্লেখ্য, আগামী ২১ আগস্ট রাওয়ালপিণ্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট হবে করাচিতে, ৩০ সেপ্টেম্বর মাঠে গড়াবে সেই ম্যাচ। দুই ম্যাচের এই সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।