Logo
Logo
×

খেলা

সালাউদ্দিন-কিরণের পদত্যাগের দাবিতে বাফুফেতে সাবেক নারী ফুটবলাররা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ০২:৩৪ পিএম

সালাউদ্দিন-কিরণের পদত্যাগের দাবিতে বাফুফেতে সাবেক নারী ফুটবলাররা

ছবি: সংগৃহীত

শেখ হাসিনার পতনের পর দাবি উঠেছে দেশের ক্রীড়াঙ্গন ঢেলে সাজানোর। সেই সঙ্গে দাবি উঠেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গুরুত্বপূর্ণ চেয়ার আগলে রাখা কাজী সালাউদ্দিন ও নারী ফুটবলের প্রধান মাহফুজা আক্তার কিরণের পদত্যাগের। সেই দাবিতেই শনিবার বাফুফে ভবনের সামনে হাজির হয়ে স্লোগান দিয়েছেন সাবেক নারী ফুটবল দলের অধিনায়ক ডালিয়া আক্তার। বাংলাদেশ মহিলা ফুটবল খেলোয়াড় কর্মকর্তাবৃন্দের ব্যানারে এই আন্দোলনে যোগ দেন অনেক নারী।

অবশ্য বহুদিন ধরেই তাদের পদত্যাগের দাবি জানিয়ে আসছিল বিভিন্ন সংগঠনগুলো। পরে সরকার পতনের পর পদত্যাগ করেন বাফুফের সহসভাপতি সালাম মুর্শেদী। তখন ভাবা হচ্ছিল কাজী সালাউদ্দিন ও মাহফুজা আক্তার কিরণও হাঁটতে পারেন একই পথে। তবে সেটি যে হচ্ছে না তা স্পষ্ট করে জানিয়ে দেন কাজী সালাউদ্দিন। সেই সঙ্গে এটাও বলেন, আগামী নির্বাচনেও প্রার্থী হবেন তিনি।

তার এমন ঘোষণার পর ফের আন্দোলনে নেমেছে নারী ফুটবলাররা। সালাউদ্দিনের পদত্যাগের দাবি তুলে বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক ডালিয়া বলেন, ‘খেলোয়াড়েরা প্রতিবাদ, সমালোচনা করলেই বাদ দেয়া হয়েছে। খেলোয়াড়দের খাবার নিয়ে অভিযোগ ছিল অনেক। তিনি (কিরণ) যখন প্রথম স্টেডিয়ামে আসেন তখন রিকশায় এসেছিলেন এখন দামি গাড়িতে আসছেন। সময়ের সঙ্গে মানুষের জীবনযাত্রা পরিবর্তন হতে পারে। তার যতটা উন্নয়ন হয়েছে, ফুটবল ও ফুটবলারদের কি হয়েছে?’

কিরণ ফিফার সদস্য ছিলেন। এখন এএফসিতেও আছেন, বাফুফের নারী উইংয়ের প্রধান। কিরণের উত্থান নিয়েও প্রশ্ন তুলেছেন ডানা, ‘নারী ফুটবল নিয়ে আমি ২০০৩-৪ সালের দিকে বাচ্চু ভাইয়ের সঙ্গে কাজ শুরু করি। ২০০৮ সালে আমি সালাউদ্দিনের প্যানেলের সঙ্গে ছিলাম। এএফসিতে আমার নাম পাঠানোর কথা ছিল, সেখানে উড়ে এসে জুড়ে বসা কিরণকে অদৃশ্য কারণে পাঠিয়েছে সালাউদ্দিন।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম