Logo
Logo
×

খেলা

ব্যর্থতার বৃত্তে আফিফ, এইচপির হার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ০৮:২১ পিএম

ব্যর্থতার বৃত্তে আফিফ, এইচপির হার

আফিফ হোসেন। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় টপ এন্ড সিরিজে ফের হারের মুখ দেখেছে বিসিবি হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি)। পাকিস্তান ‘এ’ দলের কাছে ৩ উইকেটে হেরেছে তারা।

ডারউইনে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ব্যাট হাতে বড় স্কোর গড়তে ব্যর্থ হয় এইচপি। ওপেনার তানজিদ হাসান, জিশান আলমরা ভালো শুরু এনে দিতে পারেননি। এদিকে টানা পাঁচ ম্যাচ ব্যাটে রান নেই অভিজ্ঞ আফিফ হোসেনের।

তবে শামীম হোসেন ও মাহফুজুর রহমানের দৃঢ়তায় ব্যাটিংয়ে মুখ রক্ষা হয়। তাদের ৮৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৪১ রান পর্যন্ত পৌঁছায় বাংলাদেশ এইচপি।

৩৮ বলে দলীয় সর্বোচ্চ ৪৪* রান আসে শামীমের ব্যাটে। মাহফুজুর অপরাজিত ছিলেন ৩২ বলে ৪১ রান নিয়ে।

পাকিস্তানের যে ব্যাটারকে আউট করলে স্বপ্নপূরণ হবে শরিফুলের

১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে খাবি খায় পাকিস্তানও। ৩ উইকেট খরচায় ১১১ রান পর্যন্ত পৌঁছানো পাকিস্তান হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড হয়। ১২৪ রানে যেতেই হারিয়ে বসে ৭ উইকেট। 

তবে শেষদিকে চাপের মধ্যে থেকেও অষ্টম উইকেটে ইরফান খান ও জাহানদাদ খানের গড়া ২০ রানের জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।

উল্লেখ্য, টপ এন্ড সিরিজে পাঁচ ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে এইচপি। প্রথম ম্যাচে জয় পাওয়ার পর তাসমানিয়া টাইগার্স ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে টানা দুই ম্যাচ হারে তারা। মাঝে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরির বিপক্ষে জয় পেলেও পঞ্চম ম্যাচে আবার হারের মুখ দেখতে হলো এইচপিকে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম