Logo
Logo
×

খেলা

বাবরের দুশমন আইসিসি, মন্তব্য সাবেক ক্রিকেটারের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ০৪:০৩ পিএম

বাবরের দুশমন আইসিসি, মন্তব্য সাবেক ক্রিকেটারের

ছবি সংগৃহীত

গত বছরের অক্টোবরের পর থেকে কোনো ওয়ানডে ম্যাচ না খেলেই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়ে গেছেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম। আর এতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দায় দেখছেন দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলী। আইসিসিকে বাবরের ‘দুশমন’ বলেও অদ্ভুত দাবি করেছেন তিনি। 

গতকাল বুধবার সর্বশেষ হালনাগাদের পর সতীর্থ শুভমান গিলকে টপকে দুইয়ে উঠে এসেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তবে যথারীতি বাবর রয়ে গেছেন আগের মতোই শীর্ষে।  

এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় বেশিরভাগ দলগুলোই টি-টোয়েন্টি ফরম্যাট খেলেছেন।  এ কারণে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বড় কোনো হেরফের হয়নি। যদি ওয়ানডে বিশ্বকাপের পারফরম্যান্সই ধরা হয় সেক্ষেত্রে বাবরের চেয়ে ভালো করেছেন আরও অনেকে।

র‍্যাঙ্কিংয় প্রসঙ্গে নিজের ইউটিউব চ্যানেলে বাসিত বলেন, ‘আমি যখন আইসিসি র‍্যাঙ্কিং দেখলাম, বাবর আজম শীর্ষে। দুইয়ে রোহিত শর্মা, তিনে শুভমান গিল এবং এরপর চারে বিরাট কোহলি। পরের নামগুলো পড়ার প্রয়োজন বোধ করিনি। কারণ, আমি ট্রাভিস হেড ও রাচিন রবীন্দ্রকে দেখিনি।’

‘আমার মনে হয়, আইসিসি চায় যাতে বাবর পারফর্ম না করুক। সে ওয়ানডেতে ১ নম্বর হয়েই খুশি থাকুক। এই র্যাঙ্কিংগুলো কারা করে? কিসের ভিত্তিতে বাবর আজম ও শুভমান গিল এখানে (শীর্ষে) থাকে!’

গেল ওয়ানডে বিশ্বকাপে র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটসম্যান হিসেবে খেলতে নেমে কোনো শতক পাননি বাবর।  ৯ ইনিংসে ৪০ গড়ে করেন তার ব্যাট থেকে আসে ৩২০ রান। অন্যদিকে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন রাচিন রবীন্দ্র, কুইন্টন ডি কক, ট্রাভিস হেড ও বিরাট কোহলিরা।

বাসিত আরাে বলেন, ‘বাবরের শেষ ওয়ানডে ছিল বিশ্বকাপে। আমরা বিশ্বকাপে রাচিন রবীন্দ্র, কুইন্টন ডি কক, ট্রাভিস হেড ও বিরাট কোহলিকে দেখেছি। তারা তিন-চারটি করে সেঞ্চুরি করেছে। পাকিস্তানের হয়ে মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামান সেঞ্চুরি করেছিল। বাবরের তো (সেঞ্চুরি) ছিল না। মাফ করেন। এ কী রকম র্যাঙ্কিং দিচ্ছে!’

‘বাবরের দুশমন তো হচ্ছে আইসিসি। বাবরকে জিজ্ঞাসা করলে সেও এখন ওয়ানডের ১ নম্বর হিসেবে অন্য কারও নাম বলবে, নিজের নাম বলবে না।’


 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম