Logo
Logo
×

খেলা

ব্যাটিং অর্ডারে তিন নম্বর জায়গা হারাচ্ছেন বাবর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ০৩:০৫ পিএম

ব্যাটিং অর্ডারে তিন নম্বর জায়গা হারাচ্ছেন বাবর

ছবি সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভরাডুবি ভুলে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। জানা গেছে, ব্যাটিং অর্ডারে তিন নম্বর পজিশন হারাচ্ছেন তারকা ব্যাটসমান বাবর আজম।  বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ। 

টেস্ট কিংবা সীমিত ওভারের ক্রিকেটে চার নম্বরে বাবরকে ব্যাটিংয়ে দেখা যায় না বাবরকে। হয়তো ওপেনার, নয়তো তিন নম্বরে ব্যাটিং করেন তিনি।  কিন্তু পাকিস্তানের নতুন টিম ম্যানেজম্যান্ট বাবরকে ব্যাটিং অর্ডারে এক ধাপ সরিয়ে দিচ্ছে।  

তার জায়গায় তিনে খেলবেন বর্তমান টেস্ট অধিনায়ক শান মাসুদ। বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চার নম্বর স্থানটি নিয়ে ভালোমতোই পরীক্ষা-নীরিক্ষা চালাবে তারা।

ওপেনিংয়ে দেখা যেতে পারে আবদুল্লাহ শফিককে। এই টেস্ট দিয়ে অভিষেক হতে পারে ব্যাটার মোহাম্মদ হুরাইরারও।  এছাড়া পেস আক্রমণে দেখা যেতে পারে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও মির হামজাকে।

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১৩ আগস্ট ঢাকা থেকে লাহোরে পৌঁছে বাংলাদেশ দল।  এরপর লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় হোটেলে নিয়ে যাওয়া হয়।

পাকিস্তান স্কোয়াড

শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, কামরান গুলাম, খুররাম শাহজাদ, মির হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাঈম আইয়ুব, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, আমের জামাল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম