সালাহউদ্দিন পদত্যাগ করবেন কিনা, যা বলছে বাফুফে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ০৯:৫১ পিএম
বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন। ছবি: সংগৃহীত
ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। দেশে এখন সংস্কারের জোয়ার লেগেছে। রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা পদত্যাগ করছেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে ছাত্র-জনতা নতুন নেতৃত্ব দেখতে চান। এমন সংস্কারের হাওয়া ক্রীড়াঙ্গনেও চান সংশ্লিষ্টরা।
যেমন সরকার পতনের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাহউদ্দিনের পদত্যাগ চেয়েছেন ফুটবল সমর্থকরা। তারা এই দাবিতে বাফুফেতে বিক্ষোভও করেছেন।
নতুন সরকারের উদ্দেশে যে বার্তা দিলেন বাফুফের সাধারণ সম্পাদক
যেহেতু ফিফার নিয়ম অনুযায়ী বাফুফেতে সরকারি হস্তক্ষেপের সুযোগ নেই, তাই ‘নির্বাচিত’ সভাপতি সালাহউদ্দিন নিজে পদত্যাগ না করলে আগামী নির্বাচনের আগ পর্যন্ত এই পদেই থাকবেন তিনি।
এমন পরিস্থিতিতে সালাউদ্দিনের পদত্যাগ প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এটা তার ব্যক্তিগত ব্যাপার। তার বলার প্রয়োজন হলে, সে ব্যক্তিগতভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করে বলতো। এটা নিয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। ফুটবল নিয়ে তার সঙ্গে কথা হয়েছে, প্রতিনিয়ত হচ্ছে কিন্তু এ ব্যাপারে কোনো আলোচনা হয়নি।’