Logo
Logo
×

খেলা

ইলন মাস্কের এক্সের বিরুদ্ধে মামলা ঠুকে দিলেন ‘সেই’ বক্সার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ০৮:১৮ পিএম

ইলন মাস্কের এক্সের বিরুদ্ধে মামলা ঠুকে দিলেন ‘সেই’ বক্সার

ইমানে খেলিফ। ছবি: সংগৃহীত

অলিম্পিকে নারী বক্সিং ইভেন্টে অংশ নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন আলজেরিয়ান বক্সার ইমানে খেলিফ। প্যারিস অলিম্পিকে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে ‘পুরুষ’ হয়ে নারী ইভেন্টে অংশ নেওয়ার অভিযোগ ওঠে। যদিও অলিম্পিক কর্তৃপক্ষ আগেই সে অভিযোগ খণ্ডন করে তাকে নারী ইভেন্টে অংশগ্রহণের অনুমতি দিয়েছিল।

তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) খেলিফের অলিম্পিকে অংশগ্রহণ নিয়ে সমালোচনা অব্যাহত থাকে। এতে ক্ষুব্ধ হয়ে এই প্ল্যাটফর্মের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে মামলা করেছেন তিনি।

প্যারিস অলিম্পিকের নারী বক্সিং ইভেন্টে সোনা জয় করা খেলিফ ফ্রান্সে এই মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন তার আইনজীবী। আদালতের কাগজপত্র পর্যালোচনা করে ফরাসি দৈনিক লা মন্দে জানিয়েছে, অনলাইনে হয়রানির বিরুদ্ধে প্যারিস কারেকশনাল কোর্টে এক্স-এর বিরুদ্ধে অভিযোগ করেছেন এই আলজেরিয়ান বক্সার।

সাকিবকে নিয়েই পাকিস্তান সিরিজের দল ঘোষণা

গত শুক্রবার (৯ আগস্ট) এক্স-এর বিরুদ্ধে এই মামলা করেছেন জানিয়ে খেলিফের আইনজীবী নাবিল বুদি বলেন, ‘বক্সার ইমানে খেলিফ নতুন একটা লড়াই শুরু করেছেন। এই লড়াই ন্যায়বিচার, সম্মান এবং মর্যাদার জন্য।’

সামাজিক মাধ্যম এক্স-এ ইমানে খেলিফ ইস্যু নিয়ে সমালোচনায় মুখর হয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং আসন্ন নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প, হ্যারি পটার সিরিজের লেখিকা জে কে রাউলিংসহ অনেকে।

উল্লেখ্য, নারী বক্সিং ইভেন্টে ইমানে খেলিফের বিপক্ষে ম্যাচ শুরুর ৪৬ সেকেন্ডের মধ্যে নিজেকে প্রত্যাহার করে নেন অ্যাঞ্জেলা কারিনি। সে সময় কান্নায় ভেঙে পড়েন এই ইতালিয়ান বক্সার। গত বছর বক্সিংয়ের বিশ্ব নারী চ্যাম্পিয়নশিপে জেন্ডার এলিজিবিলিটি টেস্টে বাদ পড়েছিলেন খেলিফ। এরপরও তাকে অলিম্পিকে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার পর থেকেই বিতর্ক শুরু হয়। সামাজিক মাধ্যমে অনেকেই তাকে ‘পুরুষ’ বলে অভিযোগ করেন এবং নারীদের ইভেন্টে তার খেলার প্রতিবাদ জানান। যদিও খেলিফ, তার পরিবার এবং অলিম্পিক কর্তৃপক্ষ বারবার সে দাবিকে ‘মিথ্যা’ বলে দাবি করেছেন।

তথ্যসূত্র: আল জাজিরা

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম