ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ এইচপি। শুরুতে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ১৭০ রান জমা করে বাংলাদেশ এইচপি। জবাব দিতে নেমে মাত্র ৯৩ রানে গুটিয়ে যায় মেলবোর্ন রেনেগেডস। বাংলাদেশ ম্যাচ জেতে ৭৭ রানের বড় ব্যবধানে।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই মেলবোর্ন বোলারদের ওপর চড়াও হন বাংলাদেশ ব্যাটাররা। ওপেনার তানজিদ তামিম দ্রুত ফিরলেও বেশ আগ্রাসী ছিলেন তিনি। ৯ বলে ১৭ রান করেন এই ব্যাটার। এরপর অনেকটা নিয়মিত বিরতিতে উইকেট হারালেও দলকে চাপে পড়তে দেননি পারভেজ হোসেন ইমন।
দলীয় সর্বোচ্চ ৬৯ রান করেন তিনি। ৪৮ বলে তার খেলা ইনিংসটি সাজানো ছিল ৭টি চার ও ২টি ছক্কার মারে। যার সুবাদে নির্ধারিত ওভারে ৬ উইকেটে স্কোরবোর্ডে ১৭০ রানের শক্ত ভিত পায় বাংলাদেশ। মেলবোর্নের হয়ে ৪ ওভার হাত ঘুরিয়ে ২৬ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন ম্যাট হেনিগ।
জবাব দিতে নেমে মেলবোর্ন কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ৩৪ রান জমা করলেও এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। শেষ পর্যন্ত দলটি ১৫.২ ওভারে ৯৩ রান তুলে গুটিয়ে যায়। এইচপি বোলারদের মধ্যে ৩ ওভারে ১২ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন রিপন মন্ডল। রিপনের সমান ৩ উইকেট নিয়েছেন রাকিবুল ইসলাম। ৩.২ ওভার বোলিং করে ২১ রান খরচ করেছেন তিনি।