গার্দিওলার দল ছেড়ে স্পেনের পথে আর্জেন্টিনার আলভারেজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ০৬:১৩ পিএম
হুলিয়ান আলভারেজ। ছবি: সংগৃহীত
২০২২ কাতার বিশ্বকাপের একটা বড় অংশজুড়ে আর্জেন্টিনার মূল স্ট্রাইকার হিসেবে খেলেছেন তরুণ হুলিয়ান আলভারেজ। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। এছাড়া ইংল্যান্ড এবং লাতিন আমেরিকায় ক্লাব ফুটবলের প্রায় সব শিরোপা জেতা হয়ে গেছে তার। মাত্র ২৪ বছর বয়সেই এখন নতুন চ্যালেঞ্জের পথে পা বাড়াচ্ছেন তিনি।
ফুটবলে দলবদলের তথ্যের নির্ভরযোগ্য সূত্র ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানান, অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে কথা পাকাপাকি হয়ে গেছে আলভারেজের। তাকে দলে ভেড়াতে ৭৫ মিলিয়ন ইউরো ফিক্সড এবং বাড়তি ২০ মিলিয়ন ইউরো অ্যাড-অন হিসেবে খরচ করছে স্প্যানিশ ক্লাবটি।
প্রথম অলিম্পিক সোনা জয়ের খুশিতে সাধারণ ছুটি ঘোষণা
২০২২ সালে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট থেকে ১৪ মিলিয়ন পাউন্ড খরচায় আলভারেজকে নিয়ে ইংল্যান্ডে এনেছিল ম্যানচেস্টার সিটি।
উল্লেখ্য, ২০২১ সালে আর্জেন্টিনার হয়ে অভিষেকের পর বিশ্বকাপ ছাড়াও দুটি কোপা আমেরিকা এবং ফিনালিসিমা জয় করেছেন আলভারেজ। অন্যদিকে ক্লাব পর্যায়ে ম্যানচেস্টার সিটির হয়ে দুটি প্রিমিয়ার লিগ ও একটি করে চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপও ঝুলিতে রয়েছে তার।