Logo
Logo
×

খেলা

বিদেশি কোচদের ভাষা বুঝতে পারছেন না নাসিম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ০২:০৩ পিএম

বিদেশি কোচদের ভাষা বুঝতে পারছেন না নাসিম

ছবি: সংগৃহীত

গ্যারি কারস্টেনকে সাদা ও জেসন গিলেস্পিকে লাল বলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান। এই দুই বিদেশি কোচের অধীনে সেরা সাফল্য প্রত্যাশা করছে পাকিস্তান দল। তবে সমস্যা হলো কোচদের দিকনির্দেশনা বুঝতে পারছেন না দলটির বেশ কয়েকজন ক্রিকেটার। কোচদের ভাষা বুঝতে না পারার সমস্যার কথা অকপটে স্বীকার করে নিয়ে অনুবাদক নিয়োগ দেওয়ার কথা বলেছেন তিনি।

চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে পাকিস্তানে শুরু হবে জেসন গিলেস্পি অধ্যায়। যেই সিরিজ দিয়ে দীর্ঘ ১৩ মাস পর লাল বলের ক্রিকেটে ফেরার স্বপ্ন দেখছেন নাসিম শাহ। সেই সিরিজের আগে কোচদের সঙ্গে যোগাযোগে সমস্যার কথা জানিয়েছেন নাসিম শাহ।

তিনি বলেন, ‘বিদেশি কোচদের সঙ্গে ভাষার সমস্যা আছে। ভাষা অনুবাদ করার জন্য আমাদের কাউকে দরকার। কেননা নিজের ভাষায় কোচের সঙ্গে যোগাযোগ করা সহজ।’

সম্প্রতি বিশ্বকাপ ব্যর্থতার কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান দল। যা নিয়ে নাসিম শাহ বলেন, ‘হ্যাঁ, আমাদের প্রত্যাবর্তন দুর্দান্ত ছিল না। আমরা অস্বীকার করতে পারি না যে আমরা ভাল ক্রিকেট খেলিনি। সমালোচনা খেলার অংশ। কাজেই পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত আমাদের এটি সহ্য করতে হবে। এটি একটি ভাল সুযোগ বাউন্স ব্যাক করার, ভাল খেলা এবং একটি দল হিসেবে দেখানোর যে আমরা কতটা ভালো। এটাই আমি আশা করছি।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম