Logo
Logo
×

খেলা

নতুন ক্রীড়া উপদেষ্টার কাছে যা চান সাইফউদ্দিন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ১০:০২ এএম

নতুন ক্রীড়া উপদেষ্টার কাছে যা চান সাইফউদ্দিন

ছবি: সংগৃহীত

পুরনো মন্ত্রিপরিষদ ভেঙে দেওয়ায় দায়িত্ব হারিয়েছেন নাজমুল হাসান পাপন। তার জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার কাঁধেই এখন নির্ভর করছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ। 

ক্রীড়া উপদেষ্টা হওয়ার পর অনেকের কাছ থেকেই অভিনন্দন বার্তা পেয়েছেন আসিফ মাহমুদ। তবে শুধু অভিনন্দন বার্তায় নয়, নতুন ক্রীড়া উপদেষ্টার কাছে নিজের প্রত্যাশার কথাও জানিয়েছেন জাতীয় দলের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। নতুন ক্রীড়া উপদেষ্টাকে দেশের ক্রীড়া সংস্থার সংস্কারের দিকে মনোযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে সাইফউদ্দিন লিখেছেন, ‘অভিনন্দন আসিফ মাহমুদ ভাই। আপনি যেহেতু কুমিল্লার সন্তান, আমি পার্শ্ববর্তী জেলা ফেনীর ছেলে হিসেবে আপনার প্রতি অনুরোধ থাকবে, সারা বাংলাদেশের সমস্ত জেলা ক্রীড়া সংস্থার অযোগ্য লোকদের বিদায় করে, যারা সত্যিকারের ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক, দেশকে ভালোবেসে এবং দেশের ক্রীড়াঙ্গন নিয়ে কাজ করতে চায়- এমন লোকদের জায়গা করে দিন।’

সাইফউদ্দিন আরও লিখেছেন, ‘দুর্নীতিমুক্ত ক্রীড়াঙ্গন এবং সমাজ চাই আমরা। ড. ইউনূস স্যার একটা কথা বলেছিলেন, গত পরশু দিন সম্ভবত পুরানদের দিয়ে আর কিছু হবে না; কারণ তাদের চিন্তা ভাবনা পুরনো।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম