Logo
Logo
×

খেলা

বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা পিসিবির, নতুন মুখ তিনজন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ০২:৫৮ পিএম

বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা পিসিবির, নতুন মুখ তিনজন

ছবি সংগৃহীত

আগস্টে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। আসন্ন সিরিজের জন্য বুধবার ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।  যেখানে পাকিস্তানের সবশেষ টেস্ট সিরিজ দল থেকে বাদ পড়েছেন সাতজন।   

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে যথারীতি নেতৃত্বে থাকছেন শান মাসুদ।  এছাড়া সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সৌদ শাকিল।  

প্রধান কোচ জেসন গিলেস্পি এবং সহকারী কোচ আজহার মাহমুদের তত্ত্বাবধানে ১১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্প শুরু করবে পাকিস্তান।  ১৭ আগস্ট ভোরে ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে বাংলাদেশ দলের।  

মোহাম্মদ হুরায়রা, কামরান গোলাম এবং মোহাম্মদ আলী ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি পাকিস্তান শাহিন দলে ভালো খেলার পুরস্কার হিসেবে জাতীয় দলে ডাক পেয়েছেন।  

অন্যদিকে ইমাম-উল-হক, ফাহিম আশরাফ, হাসান আলী, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নোমান আলী এবং সাজিদ খান টেস্ট দলে  জায়গা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন।  এছাড়া সাদা পোশাকে প্রায় ১৩ মাস দলে ফিরেছেন পেসার নাসিম শাহ।

২১ আগস্ট রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামেই মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট।  সিরিজের দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট থেকে করাচিতে। 

বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য পাকিস্তান দল—

শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আমির জামাল (ফিট হলে), আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, কামরান গোলাম, খুররাম শেহজাদ, মীর হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাঈম আইয়ুব, সালমান আলী আঘা, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম