নান্নু-সুমন বললেন, ‘আমরা ভালো কিছুর স্বপ্ন দেখছি’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ০৫:৫৭ পিএম
গত জুলাই মাস থেকে সারা দেশে চলে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন। সেই আন্দোলনের তোপের মুখে পড়ে গতকাল সোমবার দুপুরে দেশত্যাগ করে পালিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০০৮ সাল থেকে টানা শাসন ক্ষমতায় থাকার পর আওয়ামী লীগের পতন হয়। আওয়ামী লীগের পতনে ক্ষমতার পালাবদলের গুঞ্জন উঠেছে দেশের ক্রীড়াঙ্গনের ভবিষ্যত নিয়েও।
মঙ্গলবার সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সামনে অবস্থান নিয়েছিলেন বেশ কয়েকজন ক্লাব কর্মকর্তা। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের সাবেক দুই অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু এবং হাবিবুল বাশার সুমন।
সংবাদমাধ্যমকে নান্নু বলেন, এখন সবার সহযোগিতা নিয়ে আমাদের ক্রিকেটটাকে চলমান রাখতে হবে। এখন দ্বিপাক্ষিক সিরিজ আছে, এ টিমের সফর আছে, সামনে টেস্ট সিরিজ আছে। এগুলো যাতে সময়মতো হয় সেটার জন্য সবার সহযোগিতা আমাদের দরকার।
জাতীয় দলের সাব্কে এই প্রধান নির্বাচক আরও বলেন, এখানে সুন্দরভাবে সবার সহযোগিতা নিয়ে ক্রিকেটটাকে এগিয়ে নেওয়ার জন্য বদ্ধপরিকর। এখানে কোনো দ্বিমত নাই কারোর। আমাদের সবার সহযোগিতার দরকার, আমরা ক্রিকেটটাকে এগিয়ে নেব এটা আমাদের দায়িত্ব। আমরা চাই যে সুশাসনের, সুন্দরভাবে আমাদের দেশটাকে এগিয়ে নিতে পারি। এবং ভালোমতো মাথা উঁচু করে যাতে সমাজে দাঁড়াতে পারি সবাই চাচ্ছে এটা।
সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন বলেন, আমার মনে হয় সম্ভব, দ্রুত এটা কেটে যাবে আমার বিশ্বাস। আমাদের সবকিছু তো ইন অর্ডার আছে। প্র্যাক্টিস আবার শুরু হয়ে যাবে। আমি আশাবাদী যে আমাদের যে প্রোগ্রামগুলো ছিল সেগুলো আবার ঠিক মত হবে। কারণ আমাদের সামনে গুরুরত্বপূর্ণ খেলা আছে, বিশ্বকাপ আছে আমাদের ট্যুর আছে। আশা করছি সবকিছু ঠিক হয়ে যাবে।