কন্যাসন্তান কোলে রুবেল হোসেন। ছবি: ফেসবুক
জাতীয় দল থেকে এখন বেশ দূরেই আছেন পেসার রুবেল হোসেন। পিঠের চোটে ভুগে মাঠে ফিরলেও জাতীয় দলে ডাক পড়েনি। তবে দেশের ঘরোয়া সব টুর্নামেন্টে এখনো নিয়মিত মুখ এই পেসার। এর মধ্যে আজ দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন তিনি।
আজ সোমবার এক ফেসুবক পোস্টে রুবেল সেই সুখবর দিয়ে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আজ এই স্বাধীন দেশে কন্যা সন্তানের বাবা হলাম।’ গতিতারকা রুবেল হোসেন এবং ইশরাত জাহান দোলার সংসারে এর আগে এসেছিল পুত্র সন্তান।
ডিপিএলে প্রাইম ব্যাংকের হয়ে মাঠ মাতিয়েছেন রুবেল। যদিও সবশেষ বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খুব একটা আলো ছড়াতে পারেননি।
উল্লেখ্য, ২০০৯ সালে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় রুবেলের। অভিষেকের পর ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্টিতে লাল-সবুজের জার্সিতে তাকে মাঠে দেখা গেছে।
২০২২ সালে লাল বলের ক্রিকেট থেকে অবসরে যান রুবেল। টেস্টে তার প্রাপ্তি ৩৬ উইকেট। সবচেয়ে বেশি ১২৯ উইকেট শিকার করেছেন একদিনের ক্রিকেটে। টি-টোয়েন্টিতে তার ঝুলিতে আছে ২৮ উইকেট।