Logo
Logo
×

খেলা

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ‘মর্মাহত’ বার্সা তারকা গাভি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ১০:১৭ পিএম

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ‘মর্মাহত’ বার্সা তারকা গাভি

পাবলো গাভি। ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতি দেখে কষ্ট পেয়েছেন বার্সেলোনায় খেলা স্প্যানিশ ফুটবলার পাবলো গাভি। আজ রোববার নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছেন এই তরুণ ফুটবলার।

ফেসবুক পোস্টে গাভি লিখেছেন, ‘বাংলাদেশে যা হচ্ছে সেসবের কথা শুনে আমি মর্মাহত। আশা করি, দ্রুতই আপনারা এসব কাটিয়ে উঠবেন। আপনাদের জন্য সমবেদনা।’

বাংলাদেশের ছাত্রদের জন্য মন কাঁদছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারের

এর আগে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তরুণ মিডফিল্ডার এনজো ফার্নান্দেজও শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা জানিয়েছিলেন। ফেসবুক পোস্টে এনজো লিখেছিলেন, ‘বাংলাদেশে আমার সব ফলোয়াদের বলছি, আমি তোমাদের কথা শুনছি এবং তোমাদের জন্য প্রার্থনা করছি।’

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন এখন পরিণত হয়েছে এক দফা আন্দোলনে। রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলনের প্রথম দিনে সারাদেশে ব্যাপক সংঘাত-সহিংসতা হয়েছে। এতে বহু মানুষ প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন অনেকে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম