বার্সেলোনায় অভিষেকের পর থেকেই ফুটবল বিশ্বে উচ্চারিত হচ্ছে লামিনে ইয়ামালের নাম। চলতি বছর স্পেনের ইউরো জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আগামীর ফুটবলের অন্যতম সেরা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই ফুটবলার। অল্প বয়সেই এত অর্জনের পালক যুক্ত হয়েছে ইয়ামালের মুকুটে, তাই তরুণ এই সতীর্থকে কিছুটা ‘সতর্ক’ই করে দিলেন বার্সেলোনা গোলরক্ষক মার্ক আন্দ্রে টার স্টেগেন।
সতীর্থ ইয়ামাল বহুদূর যাবেন বলে বিশ্বাস জার্মান গোলরক্ষক টার স্টেগেনের, ‘সে মাত্রই তার ক্যারিয়ার শুরু করল। এর মধ্যে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মতো শিরোপা জিতেছে, যা সে কখনো ভুলতে পারবে না। আমি আশা করি, সে আরও অনেক বেশি শিরোপা জিতবে। আমি চাই প্রতিবছর তার শিরোপা জেতার আকাঙ্ক্ষা অটুট থাকুক।’
যুক্তরাষ্ট্রে ‘এল ক্লাসিকোয়’ হারল রিয়াল
তবে দারুণ সম্ভাবনাময় ইয়ামালকে দারুণ এক পরামর্শও দিয়েছেন স্টেগেন, ‘সে এখনই দুর্দান্ত অবস্থায় আছে। আমি আশা করছি, সে আরও ভালো করবে। ক্যারিয়ার মাত্রই শুরু হলো। সামনে আরও অনেকগুলো বছর পড়ে আছে। তাকে মাটিতে পা রাখতে হবে।’
নতুন মৌসুমে নতুন কোচের অধীনে খেলবে বার্সেলোনা। জার্মানি ও বায়ার্ন মিউনিখের সাবেক কোচ হানসি ফ্লিককে ক্যাম্প ন্যুতে এনেছে তারা। স্বদেশী ফ্লিককে নিয়ে স্টেগেনের মূল্যায়ন, ‘শারীরিক দিক থেকে তার কাজ করার ধরন দারুণ। তিনি হাই প্রেস করে খেলাতে চান। তাঁর দল পরিচালনা করার কৌশল দারুণ এবং তিনি সব সময় সবার মনোযোগ প্রত্যাশা করেন, সবাইকে শারীরিকভাবে তৎপর দেখতে চান।’