ছবি: সংগৃহীত
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্প স্থগিত করা হয়েছে। আজ শনিবার ঢাকায় ক্যাম্পে যোগ দিয়েছিলেন ক্রিকেটাররা।
সকালে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে হয়েছিল ফিটনেস পরীক্ষা। আগামীকাল রোববারও অনুশীলন হওয়ার কথা ছিল। তবে কোটা সংস্কার আন্দোলন নিয়ে পরিস্থিতি ক্রমেই ঘোলাটে হচ্ছে। আগামীকাল থেকে দেশব্যাপী অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আল্লাহ ন্যায়বিচারক, আমরা চাই ন্যায়বিচার হোক: মাহমুদউল্লাহ
আর এই পরিস্থিতিতে রোববারের (৪ আগস্ট) অনুশীলন বাতিল করা হয়েছে বলে দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছে বিসিবি সূত্র। তবে অনুশীলন বাতিলের এই সিদ্ধান্ত শুধুমাত্র কালকের জন্য। এরপর বাকি সিদ্ধান্ত জানানো হবে।
জানা গেছে, আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষার কথা ছিল। তবে বৃষ্টির কারণে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ফিটনেস পরীক্ষা দিয়েছেন ক্রিকেটাররা।
প্রসঙ্গত, চলতি মাসের শেষ ভাগে দুই টেস্টের সিরিজ খেলতে পাকিস্তান সফর করবে বাংলাদেশ জাতীয় দল। এর আগে ‘এ’ দল দুটি চার দিনের ও তিনটি এক দিনের ম্যাচ খেলতে পাকিস্তান যাবে।