
প্রিন্ট: ২১ এপ্রিল ২০২৫, ০৬:২২ পিএম
প্যারিসে বাইলসের সোনার হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ১০:৩০ পিএম

সিমোন বাইলস। ছবি: সংগৃহীত
আরও পড়ুন
প্যারিসে অলিম্পিকে চলছে সিমোন বাইলসের রাজত্ব। একে একে তিনটি সোনা জিতে নিয়েছেন এই মার্কিন স্বর্ণকন্যা। আজ শনিবার ভল্ট ইভেন্টে সোনা জয় করেছেন তিনি।
আট বছর পর এই ইভেন্টে সোনা পুনরুদ্ধার করেছেন বাইলস। ইভেন্টে শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন তিনি। প্রথম চেষ্টায় নিখুঁত এক ডিগবাজির পর তার চেয়েও নিখুঁতভাবে ল্যান্ডিং করে ১৫.৭ স্কোর করেন বাইলস।
দ্বিতীয় চেষ্টায় তার স্কোর ছিল ১৪.৯। দুবারের গড় ১৫.৩ পয়েন্ট পেয়েই সোনা জেতা প্রায় নিশ্চিত করে ফেলেন ২৭ বছর বয়সী বাইলস।
অ্যাথলেটিক্সে রেকর্ড গড়ে উগান্ডার স্বর্ণজয়
এই ইভেন্টে রুপা জিতেছেন ব্রাজিলের রেবেকা আন্দ্রেদে। আর ব্রোঞ্জ গেছে বাইলসের স্বদেশী জেইড ক্যারির ঘরে।
এর আগে প্যারিস অলিম্পিকে মেয়েদের আর্টিস্টিক অলরাউন্ড একক এবং দলগত ইভেন্টে সোনা জয় করেন মার্কিন জিমন্যাস্ট বাইলস। সবমিলিয়ে এখন পর্যন্ত অলিম্পিকে সাতটি স্বর্ণ এবং মোট ১০টি পদক জয় করেছেন তিনি।