Logo
Logo
×

খেলা

আল্লাহ ন্যায়বিচারক, আমরা চাই ন্যায়বিচার হোক: মাহমুদউল্লাহ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০৯:২৭ পিএম

আল্লাহ ন্যায়বিচারক, আমরা চাই ন্যায়বিচার হোক: মাহমুদউল্লাহ

মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে আবার সরব হয়েছেন ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। ন্যায়বিচারের বার্তা দিয়ে আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করেছেন তিনি।

পোস্টে মাহমুদউল্লাহ লিখেছেন, ‘আমরা সবসময় ন্যায়ের পথেই আছি, থাকব ইনশাআল্লাহ। আমরা সবাই চাই ন্যায়বিচার হোক। দিনশেষে দেশটা আমাদের সবারই। আল্লাহ অবশ্যই ন্যায়বিচারক।’

‘তোমাদের ব্যথা অনুভব করছি’ জামাল ভূঁইয়ার বার্তা

কোটা সংস্কার আন্দোলন নিয়ে নিশ্চুপ থাকায় দেশে-বিদেশে সমালোচনার মুখে পড়েছেন সাকিব আল হাসানসহ বেশ কয়েকজন ক্রিকেটার। তবে মাহমুদউল্লাহ ফেসবুকে এই ইস্যুতে এই নিয়ে দ্বিতীয়বার নিজের মত ব্যক্ত করেছেন।

এর আগে গত ১৭ জুলাই এক ফেসবুক পোস্টে পরিস্থিতির দ্রুত সমাধান চেয়েছিলেন জাতীয় দলের এই ক্রিকেটার, ‘আসসালামু আলাইকুম। বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি কোনো ভাবেই কাম্য নয় কারণ প্রতিটি ছাত্রছাত্রীর জীবন অমূল্য।ব্যক্তিগতভাবে আমি এই পরিস্থিতির দ্রুত সমাধান আশা করছি। আল্লাহ সবাইকে নিরাপদ রাখুন। আমীন।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম