‘তোমাদের ব্যথা অনুভব করছি’ জামাল ভূঁইয়ার বার্তা
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০৭:৪৩ পিএম
![‘তোমাদের ব্যথা অনুভব করছি’ জামাল ভূঁইয়ার বার্তা](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/08/03/image-833590-1722692549.jpg)
জামাল ভূঁইয়া। ছবি: ফেসবুক
কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। এই আন্দোলনে নিপীড়নের শিকার শিক্ষার্থীদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন তিনি।
গত কয়েকদিন থেকেই ফেসবুকে ছাত্র আন্দোলনের স্বপক্ষে নিজের অবস্থান ব্যক্ত করেছেন জামাল। আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জাতীয় পতাকা হাতে নিজের একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিকে রাঙিয়েছেন লাল রঙে।
ছবির ক্যাপশনে জামাল ভূঁইয়া লিখেছেন, ‘বাংলাদেশের সকলের জন্য প্রার্থনা। বাংলাদেশে থাকা সবার উদ্দেশে, আমি আপনাদের দেখছি আর অনুসরণ করছি। আপনাদের ব্যথা অনুভব করছি।’
বাংলাদেশের ছাত্রদের জন্য মন কাঁদছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারের
এরপর একতার বার্তা দিয়ে জামাল আরও লিখেছেন, ‘প্রার্থনা করছি সামনে সুদিনের জন্য ইনশাআল্লাহ। আসুন বিভক্ত হওয়ার বদলে এক হই।’
উল্লেখ্য, গত জুলাইয়ে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনে এখন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নিচ্ছেন। এদিকে শনিবার শহিদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নাহিদ ইসলাম।