Logo
Logo
×

খেলা

টেনেটুনে দুইশ পার শ্রীলংকার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ০৬:৪৮ পিএম

টেনেটুনে দুইশ পার শ্রীলংকার

ছবি: সংগৃহীত

ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি শ্রীলংকা। অন্তত লড়াকু একটা পুঁজি পাওয়ার চেষ্টা করে শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেটে ২৩০ রান স্কোরবোর্ডে জমা করতে পেরেছে তারা।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই ওপেনার আভিশকা ফার্নান্দোকে (১) হারায় শ্রীলংকা। তবে অন্য ওপেনার পাথুম নিসাঙ্কা ক্রিজে দাঁড়িয়ে যান। ওয়াশিংটন সুন্দরের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে ৯ চারে করেন ৫৬ রান।

টপ এবং মিডল অর্ডারের বেশিরভাগ ব্যাটার নিসাঙ্কাকে খুব একটা সঙ্গ দিতে পারেননি। তবে লোয়ার মিডল অর্ডারে দুনিথ ওয়েলালাগের বীরত্বে শেষ পর্যন্ত দুইশ ছাড়ানো স্কোর পায় শ্রীলংকা। ৭ চার এবং ২ ছক্কায় ৬৭ রানের হার না মানা ইনিংস খেলেন ওয়েলালাগে।

ব্যাটিংয়ে নেমে ধীরগতির শুরু শ্রীলংকার

ভারতের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন আর্শদীপ সিং এবং অক্ষর প্যাটেল। একটি করে উইকেট পান মোহাম্মদ সিরাজ, শিবম দুবে, কুলদীপ যাদব এবং সুন্দর।

৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জেতা ভারতের সামনে এখন ওয়ানডে সিরিজও জয় দিয়ে শুরু করার সুবর্ণ সুযোগ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম