ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি সিরিজে ভারতের সামনে দাঁড়াতেই পারেনি শ্রীলংকা। সংক্ষিপ্ত ফরম্যাটে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হওয়ার পর এবার ওয়ানডেতে ভারতের মুখোমুখি তারা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ প্রথম ওয়ানডেতে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা।
ব্যাটিংয়ে নেমে অবশ্য খুব একটা সুবিধা করতে পারছে না লংকানরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে তাদের রান ১ উইকেটে ৩৭।
ইনিংসের তৃতীয় ওভারে লংকান ওপেনার আভিশকা ফার্নান্দোকে (১) সাজঘরের পথ চেনান ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। সিরাজের বল হাওয়ায় ভাসিয়ে মিড উইকেট দিয়ে খেলতে চেয়েছিলেন আভিশকা। কিন্তু বল ব্যাটের কানায় লেগে ঠাঁই পায় ডিপ থার্ডে দাঁড়িয়ে থাকা আর্শদীপের হাতে।
এদিকে আজ লংকান দলেও একজন মোহাম্মদ সিরাজ রয়েছেন। ভারতীয় সিরাজের মতো তিনিও পেসার। তার আজ শ্রীলংকার জার্সিতে অভিষেক হচ্ছে। এখন পর্যন্ত ৪৭ লিস্ট এ ম্যাচে ৮০ উইকেট শিকার করেছেন এই ডানহাতি পেসার।