ইতালির পদকজয়ীর কাছে হেরে সাগরের অলিম্পিক যাত্রা শেষ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ০৮:১৭ পিএম
সাগর ইসলাম। ছবি: সংগৃহীত
প্যারিস অলিম্পিকে ইতালিয়ান আর্চার মারিও নেসপোলির কাছে হেরেছেন বাংলাদেশের আর্চার সাগর ইসলাম। রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টে ১/৩২ স্টেজে পাঁচ সেটের প্রথম তিন সেট হেরে যাওয়ার ৬-০ সেট পয়েন্টে হারতে হয় তাকে।
পাঁচ সেটের খেলা হলেও প্রথম তিন সেটেই সাগর হেরে বসায় শেষ দুই সেট আর খেলা হয়নি। প্রথম সেটেই নিজের জাত চিনিয়েছেন টোকিও অলিম্পিকে রৌপ্যপদক জেতা নেসপোলি। তিনটি তীরেই দশ স্কোর করেছেন এই তারকা আর্চার। সাগরের স্কোর ছিল ৮, ৯ ও ১০।
৭৯ জনের মধ্যে ৬৯তম হয়েও যে কারণে খুশি সামিউল
দ্বিতীয় সেটে নেসপোলি তিন শটে করেন ২৭। সাগর করেন ২৬। প্রথম দুই শট শেষে সমতায় ছিলেন দুজন। কিন্তু শেষ শটে সাগর ৯ আর নেসপোলি ১০ করলে দ্বিতীয় সেটেও হারেন সাগর।
ম্যাচে টিকে থাকতে তৃতীয় সেট জিততেই হতো সাগরের। কিন্তু এই সেটে নেসপোলির সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের এই আর্চার। নেসপোলির ২৯ এর বিপরীতে সাগর ২৫ এর বেশি করতে পারেননি।