Logo
Logo
×

খেলা

মুশতাককে নিয়ে সুখবর দিল বিসিবি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ০৬:৫৪ পিএম

মুশতাককে নিয়ে সুখবর দিল বিসিবি

মুশতাক আহমেদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে মুশতাক আহমেদের সম্পর্ক চুকেবুকে গেছে বলেই ধারণা করা হয়েছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল তার সঙ্গে, তবে কাজে সন্তুষ্ট হওয়ায় বিসিবি দীর্ঘমেয়াদি চুক্তি করতে চেয়েছিল। কিন্তু মুশতাক চুক্তি করে ফেলেন ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে।

এর ফলে আগামী মাসে পাকিস্তান সফরে মুশতাককে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দেয়। তবে বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, ‘পাকিস্তান সিরিজের মুশতাক আহমেদ অ্যাভেইলেবল।’

কানাডায় প্রবাসীর সঙ্গে সাকিবের তর্ক, যা বলছে বিসিবি

যদিও পাকিস্তান সিরিজের পর চলতি বছরে আর কোনো সিরিজে তাকে পাওয়া যাবে না বলে জানান এই বিসিবি পরিচালক, ‘যেহেতু সামনে ওর নিজেরও কিছু প্রোগ্রাম আছে, সে জন্য পারছে না বাকি সিরিজগুলোয় থাকতে। ডিসেম্বর পর্যন্ত সে ব্যস্ত। তবে আমরা জানুয়ারি থেকে চেষ্টা করব তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করার। বলছি না যে করা যাবে। আমরা চেষ্টা করব। এখন পর্যন্ত ইতিবাচক একটা ভাইব পাচ্ছি। দেখা যাক, সামনে কী হয়।’

উল্লেখ্য, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের এই কিংবদন্তি স্পিনারের কোচিংয়ে দারুণ পারফর্ম করেছেন রিশাদ হোসেন। তখন থেকেই মুশতাক আহমেদকে দীর্ঘমেয়াদে রেখে দেওয়ার চিন্তাভাবনা শুরু করে বিসিবি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম