Logo
Logo
×

খেলা

পাকিস্তান সিরিজে সাকিবের খেলা নিয়ে যা জানা গেল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ০৬:২১ পিএম

পাকিস্তান সিরিজে সাকিবের খেলা নিয়ে যা জানা গেল

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে ব্যস্ত সময় কাটছে সাকিব আল হাসানের। এখন কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলছেন তিনি। আগামী ১২ আগস্ট পর্যন্ত কানাডার এই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা তার।

এদিকে ২১ আগস্ট পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মাঠে নামবে বাংলাদেশ। কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি শেষে সাকিব পাকিস্তানে দলের সঙ্গে যোগ দেবেন কিনা এই প্রশ্ন করা হয়েছিল বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসকে।

কানাডায় প্রবাসীর সঙ্গে সাকিবের তর্ক, যা বলছে বিসিবি

আজ বুধবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে বিসিবির এই পরিচালক জানিয়েছেন, ‘সে (সাকিব) টেস্টে অ্যাভেইলেবল। আমার সঙ্গে, বোর্ডের সঙ্গে, নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে। সময় যদি না থাকে, সে হয়তো দুবাই থেকে সরাসরি (পাকিস্তানে) চলে যাবে। অথবা তাকে বলা হয়েছে ঢাকায় এসে দলের সঙ্গে দু-এক দিন অনুশীলন করে একসঙ্গে যাওয়ার জন্য। তাকে পাকিস্তান সিরিজে পাওয়া যাবে।’

এদিকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে তাসকিন আহমেদকেও ফেরানো হতে পারে বলে আভাস দিয়েছেন জালাল ইউনুস, ‘তাসকিনের কালকে একটা মূল্যায়ন ছিল। ওটা হয়ে গেছে। ওকে বিবেচনা করা হচ্ছে লাল বলের জন্য। এটা নির্বাচকদেরই সিদ্ধান্ত। যখন দল দেবে, তখন আপনারা বুঝতে পারবেন।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম